Paris Olympics 2024

বক্সিংয়ে জয় দিয়ে শুরু প্রীতির, রবিবার নামবেন নিখাত, ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে হার

জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন ভারতীয় বক্সারেরা। মহিলাদের বক্সিংয়ের ৫৪ কেজি বিভাগের প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন প্রীতি। রবিবার রিংয়ে নামবেন নিখাত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১২:২২
Picture of Preeti Pawar

প্রীতি পানওয়ার। ছবি: এক্স (টুইটার)।

অলিম্পিক্স বক্সিংয়ের প্রিকোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের প্রীতি পানওয়ার। ৫৪ কেজি বিভাগে প্রথম ম্যাচে তিনি হারিয়েছেন ভিয়েতনামের প্রতিযোগী ভো থি কিমকে।

Advertisement

জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন ভারতীয় বক্সারেরা। শনিবার মহিলাদের ৫৪ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-র ম্যাচে ভিয়েতমানের প্রতিযোগীকে দাঁড়াতেই দিলেন না প্রীতি। ৫-০ ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিলেন তিনি। আগামী ৩১ জুলাই প্রিকোয়ার্টার ফাইনালে তাঁকে খেলতে হবে কলম্বিয়ার আরিয়াসের বিরুদ্ধে। রবিবার রিংয়ে নেমে মহিলাদের ৫০ কেজি বিভাগে রাউন্ড অফ ৩২-র ম্যাচ খেলবেন নিখাত জ়ারিন। তাঁর প্রতিপক্ষ জার্মানির ক্লোৎজ়ার।

অন্য দিকে, মহিলাদের ব্যাডমিন্টনে ডাবলসে ভারতের শুরুটা ভাল হল না। ভারতের তনিষা ক্রাস্তো এবং অশ্বিনী পোনাপ্পা জুটি ১৮-২১, ১০-২১ ব্যবধানে হেরে গিয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম সি-কং হো জুটির কাছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং জাপানের জুটির বিরুদ্ধে খেলা বাকি রয়েছে তাঁদের।

Advertisement
আরও পড়ুন