Paris Olympics 2024

নীরজের মা-ও আমার মায়ের মতোই, অলিম্পিক্সে সোনা জয়ের পর বললেন পাকিস্তানের আরশাদ

অলিম্পিক্সে পাকিস্তান এবং ভারত জ্যাভলিনে সোনা ও রুপো জেতার পর থেকেই দু’দেশের সম্প্রীতির বাতাবরণ চলছেই। রবিবার সোনাজয়ী আরশাদ নাদিম বললেন, নীরজ চোপড়া মা তাঁর মায়ের মতোই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ২২:৫৫
sports

নীরজ চোপড়া (বাঁ দিকে) এবং আরশাদ নাদিম। ছবি: পিটিআই।

অলিম্পিক্সে পাকিস্তান এবং ভারত একই ইভেন্টে সোনা ও রুপো জেতার পর থেকেই দু’দেশের সম্প্রীতির বাতাবরণ চলছেই। রবিবার সোনাজয়ী আরশাদ নাদিম বললেন, নীরজ চোপড়া মা তাঁর মায়ের মতোই। কিছু দিন আগেই আরশাদকে নিজেরই সন্তান বলে উল্লেখ করেছিলেন নীরজের মা। সেই কথারও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন আরশাদ।

Advertisement

রবিবার ভোরে দেশে ফিরেছেন পাকিস্তানের ক্রীড়াবিদ। লাহোরে তাঁকে বীরের মতো বরণ করে নেওয়া হয়। সেখানেই সাংবাদিকদের সামনে নীরজের মায়ের প্রশংসা করেন আরশাদ। বলেন, “যিনি মা, তিনি তো সবারই মা। তিনি সবার জন্য প্রার্থনা করেন। আমি নীরজের মায়ের কাছে কৃতজ্ঞ। উনি আমারও মা। উনি আমাদের জন্য প্রার্থনা করেছেন। দক্ষিণ এশিয়া শুধু আমরা দু’জনই বিশ্ব মঞ্চে ভাল খেলেছি।”

উল্লেখ্য, প্যারিসে জ্যাভলিন ফাইনালের পর নীরজের মা সরোজ দেবী বলেছিলেন, ‘‘নীরজ রুপো পাওয়ায় আমরা খুশি। সোনাজয়ী নাদিমও আমার সন্তান। ওদের সাফল্যে আমরা খুশি।’’ সেই মন্তব্য শুনে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘যে সোনা জিতেছে, সেও আমার সন্তান, এমন কথা শুধু এক জন মা-ই বলতে পারেন। অসাধারণ।’’

আরশাদের মা-ও চুপ করে থাকেননি। নীরজের মায়ের মন্তব্য শুনে তিনি বলেছিলেন, “নীরজও তো আমার ছেলের মতোই। ও তো নাদিমের বন্ধুও। ভাইয়ের মতোই।” সেই মন্তব্যও দু’দেশে প্রশংসিত হয়েছে। অলিম্পিক্সে পাকিস্তানের ৩২ বছরের পদক-খরা কাটিয়েছেন আরশাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement