অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল শেষে অ্যালেক্সান্ডার জ়েরেভ এবং ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।
পুরস্কার বিতরণীর মঞ্চে কাঁদছেন অ্যালেক্সান্ডার জ়েরেভ। দ্বিতীয় বার গ্র্যান্ড স্ল্যাম জয়ের মুখ থেকে ফিরতে হচ্ছে তাঁকে। বলছিলেন, পাশে ট্রফি রয়েছে, তবু সেটা ছুঁতে না পারার দুঃখ কতটা। তাঁর কষ্ট বুঝতে পারছিলেন ইয়ানিক সিনার। তৃতীয় বার গ্র্যান্ড স্ল্যাম জিতে তিনিই সান্ত্বনা দিলেন জ়েরেভকে। বুকে টেনে নিলেন প্রতিপক্ষকে।
ইটালীয় সিনার গত বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ডানিল মেদভেদেভকে হারিয়ে। গত বছর ইউএস ওপেনও জিতেছিলেন তিনি। টেলর ফ্রিৎজ়কে স্ট্রেট সেটে হারিয়ে ছিলেন। এ বার এল তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। আরও এক বার স্ট্রেট সেটে ফাইনাল জিতলেন ৬ ফুট সাড়ে তিন ইঞ্চির সিনার। ফাইনালের ফল তাঁর পক্ষে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩। কোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে ভাবে আগলে রাখেন, সে ভাবেই আগলে রাখলেন জ়েরেভকে। বুকে জড়িয়ে ধরলেন। মঞ্চে উঠে ট্রফি নিয়েও জ়েরেভের কথাই শোনা গেল তাঁর মুখে।
রবিবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে সিনার বলেন, “সাশাকে (জ়েরেভ এই নামেই পরিচিত) দিয়েই শুরু করছি। আরও একটা কঠিন দিন তোমার জন্য। তোমার দল এবং পরিবারের জন্যও দিনটা সহজ নয়। তুমি এক জন অসামান্য খেলোয়াড়। তোমার নেপথ্যে দুর্দান্ত একটা দল আছে। নিজের উপর কখনও বিশ্বাস হারিয়ো না। সকলে জানে তুমি কতটা অসাধারণ খেলোয়াড়। আরও পরিশ্রম করো। আমি বিশ্বাস করি এক দিন তুমিও গ্র্যান্ড স্ল্যাম জিতবে।”
গত বছর দু’টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও সিনারের সময়টা ভাল যাচ্ছিল না। তাঁর বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) গত বছর ১৫ অগস্ট সেই অভিযোগের শুনানি করেছিল। জন্মদিনের আগের দিন সিনারকে নির্দোষ ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ক্রীড়াবিদদের একাংশ প্রশ্ন তোলেন সিনারকে নির্দোষ ঘোষণা করায়। কারণ তাঁর নমুনায় নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়া গিয়েছিল।
সেই বিতর্ককে পিছনে ফেলে রেখে ইউএস ওপেন জিতেছিলেন। সিনার আগামী দিনের তারকা। এক সময় রজার ফেডেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে এবং নোভাক জোকোভিচ একসঙ্গে টেনিস কোর্টে দাপিয়ে বেড়াতেন। প্রথম তিন জন অবসর নিলেও জোকোভিচ এখনও খেলছেন। তবে গত বছর তিনি কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ম্যাচ ছেড়ে দিয়েছিলেন চোটের কারণে। তাঁদের সেই জায়গা দখল করার জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে হয়তো লড়াইটা শুরু হয়ে যাবে সিনার, কার্লোস আলকারাজ়ের মধ্যে। রবিবার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। ইতিমধ্যেই চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গিয়েছে আলকারাজ়ের। ইটালীয় টেনিস তারকার বয়স ২১ বছর। সিনারের বয়স ২৩ বছর। আগামী পাঁচ বছরের তাঁদের গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে তাঁদের গ্র্যান্ড স্ল্যাম জয়ের মাঝে কাঁটা হতে পারেন জ়েরেভ, মেদভেদেভের মতো তারকারা। এখনও অবসর না নেওয়া জোকোভিচও ছাড়বেন না। তিনি যে এখনও ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে সার্ভ করে চলেছেন।
কোচ ড্যারেন কাহিলের সঙ্গে ট্রফি ভাগ করে নিয়ে খুশি তিনি। পুরস্কার হাতে নিয়েই সিনার জানিয়ে দিলেন তাঁর কোচের হয়তো এটাই শেষ অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে যদিও সিনার ছুঁয়ে ফেলেছেন জোকোভিচের নজির। পর পর তিনটি হার্ডকোর্টের গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন ২৩ বছরের তরুণ। ২০১৫-১৬ সালে যা করেছিলেন জোকোভিচ। এই বছর সিনার ফরাসি ওপেন বা উইম্বলডন জিততে পারেন কি না সেই দিকে নজর থাকবে। তবে জ়েরেভের সঙ্গে আবার হয়তো গ্র্যান্ড স্ল্যামে লড়তে হবে সিনারকে। যা তিনি নিজেও জানেন।