Ravichandran Ashwin

Ashwin: কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, জানিয়ে দিলেন অশ্বিন

অশ্বিন মনে করেন পরীক্ষানিরীক্ষাই একজনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ভুল থেকেই উত্তরণ হয়। ফ্লেচারের মন্ত্রেই এগিয়ে চলেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১৪:৫৬
রবিচন্দ্রন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন। ফাইল ছবি।

কবে ক্রিকেট থেকে অবসর নেবেন জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় টেস্ট দলের অভিজ্ঞ অফস্পিনার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েও ছন্দে রয়েছেন। তা হলে কেন হঠাৎ তাঁর মুখে অবসরের কথা!

অবসর নেওয়ার দিন নির্দিষ্ট করে জানাননি অশ্বিন। কিন্তু জানিয়ে দিয়েছেন, যে দিন পরীক্ষানিরীক্ষার আগ্রহ হারাবেন, সে দিনই ক্রিকেটকে বিদায় জানাবেন। অশ্বিন জানেন, পরীক্ষানিরীক্ষার ফল ইতিবাচক না হলে সমালোচনা হবে। কিন্ত সে জন্য তিনি পরীক্ষা বন্ধ করতে চান না।

Advertisement

এ বারের আইপিএলে রাজস্থানের হয়ে এখনও পর্যন্ত ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮৩ রান করেছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে আমার মনে হয় এই বছরটা একদম আলাদা। সত্যি বলতে আইপিএলে এই বছরের অভিজ্ঞতা আমার জন্য সবথেকে ভাল।’’ অশ্বিনের সাক্ষাৎকারটি নেটমাধ্যমে দিয়েছে রাজস্থান।

তিনি আরও বলেছেন, ‘‘পারফরম্যান্স কতটা উপভোগ করতে পারছি, সেটা গুরুত্বপূর্ণ। যে দিন পরীক্ষা করা বন্ধ করে দেব, সে দিন বুঝবেন আমি আগ্রহ হারিয়েছি। সে দিন আমার ক্রিকেট শেষ হয়ে যাবে।’’ এ বারের আইপিএলে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট অশ্বিন বলেছেন, ‘‘এ বছর নিজের ভাবনাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছি। এটা বলে বোঝানো কঠিন। এটাকে ভাবনার স্বাধীনতা বলা যেতে পারে।’’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলকে আউট করতে সব থেকে খুশি হয়েছেন অভিজ্ঞ স্পিনার। অশ্বিন বলেছেন, ‘‘আমি কয়েক জন সেই ভাগ্যবানদের এক জন যে জীবনের প্রয়োজন খুঁজে পেয়েছি। আমার কাছে সব থেকে খুশির মুহূর্ত ছিল রাসেলকে আউট করা। দৃঢ় ভাবে বিশ্বাস করি রাসেলের উইকেটটই ছন্দ বেধে দিয়েছে। আগের দিনের অনুশীলনেই বোলিং রান আপ একটু পরিবর্তন করি। কিছুটা বেশি কোনাকুনি উইকেটে ঢুকছিলাম। ম্যাচে সেটা প্রথম বার প্রয়োগ করতেই ও আউট হয় এবং ম্যাচে ভারসাম্য ফিরে আসে। পরে যুজবেন্দ্র হ্যাটট্রিক করল। তখনই বুঝতে পারি, সব কিছু ঠিকঠাক হচ্ছে।’’

অশ্বিন জানিয়েছন, আগেও একই জিনিস চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তখন সমালোচিতও হয়েছেন। এ বারেও ব্যর্থ হলে ক্রিকেটপ্রেমীরা অন্য রকম প্রতিক্রিয়া দিতেন বলেই বিশ্বাস করেন তিনি।

নিজের ক্রিকেট জীবন নিয়ে অশ্বিন বলেছেন, ‘‘এটা একটা যাত্রা। অনেক ভুল করেছি। এক সময় আমাদের কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ওঁকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, উন্নতির রাস্তা কী। কী ভাবে আরও ভাল ক্রিকেটার হতে পারি। উনি বলেছিলেন, মানুষের সামনে তুমি যদি ব্যর্থ হও, ভুল কর তাহলেই আরও ভাল ক্রিকেটার হতে পারবে। সেটাই সারা জীবন ধরে করেছি। অনেক সমালোচনা শুনতে হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন, কেন এসব করছি। বেশি কিছু পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করছি বলেও মন্তব্য শুনেছি।’’

আরও পড়ুন
Advertisement