IPL 2024

হারের হ্যাটট্রিকের মাঝেই খুশির খবর মুম্বই শিবিরে, রোহিত, হার্দিকদের দলে যোগ তারকা ব্যাটারের

এ বারের আইপিএলে প্রথম তিন ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তার মাঝেই খুশির খবর দলে। চোট সারিয়ে ফিরছেন সূর্যকুমার যাদব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২১:০৯
cricket

হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আইপিএলের শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম তিন ম্যাচেই হারতে হয়েছে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের। হারের হ্যাটট্রিকের পরে অবশ্য খুশির খবর পেয়েছে মুম্বই শিবির। চোটে বাইরে থাকা সূর্যকুমার যাদবকে খেলার ছাড়পত্র দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্য খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন।

Advertisement

তিন মাসের বেশি মাঠের বাইরে ছিলেন সূর্য। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সূর্যকে নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চায়নি বোর্ড। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন তিনি। সেখানে সুস্থ হয়ে উঠছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা মনে করেছেন, সূর্য এখন পুরো সুস্থ। তাই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ বারের আইপিএলে সূর্য কবে থেকে খেলবেন তা নিয়ে ধোঁয়াশা দেখা গিয়েছিল। প্রথম তিনটি ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। বোর্ড জানিয়েছিল, সূর্যকে মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। এর আগের কয়েকটি পরীক্ষায় সূর্য পাশ করতে পারেননি। তাই তাঁকে অনুমতি দেওয়া হয়নি। এ বার দেওয়া হয়েছে। আগামী রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে মুম্বই। সেই ম্যাচে খেলতে পারেন সূর্য।

আইপিএলের পরে জুন মাস থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে হবে খেলা। সেখানে ভারতের দরকার হবে সূর্যকে। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার তিনি। বিশ্বকাপের প্রস্তুতি আইপিএলে সেরে ফেলতে পারবেন সূর্য। তাঁকে পাওয়ায় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়বে রোহিত, হার্দিকদের।

আরও পড়ুন
Advertisement