IPL 2023

কোহলিদের হারিয়ে পয়েন্ট টেবিলের কোথায় উঠলেন ধোনিরা? কতটা নামল কেকেআর?

আরসিবির বিরুদ্ধে সিএসকের জয় আইপিএলের পয়েন্ট টেবিলও পরিবর্তন করল। অনেকটা উঠে এল ধোনির চেন্নাই। তবে নেমে যেতে হল কলকাতা নাইট রাইডার্সকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ০৯:৩৭
picture of MS Dhoni and Ravindra Jadeja

বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে উঠে এল চেন্নাই। ছবি: আইপিএল।

বেঙ্গালুরুর মাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল চেন্নাই সুপার কিংস। অন্য দিকে ম্যাচ হেরেও সপ্তম স্থানে থেকে গেলেন বিরাট কোহলিরা। যদিও পয়েন্ট টেবিলে নেমে যেতে হল কলকাতা নাইট রাইডার্সকে।

সোমবারের পর আগের মতোই শীর্ষে থাকল রাজস্থান রয়্যালস। ৫টি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সঞ্জু স্যামসনের দল। দ্বিতীয় স্থানে থাকল লখনউ সুপার জায়ান্টসও। ৫টি ম্যাচ খেলে ৩টি জিতেছেন লোকেশ রাহুলরা। চেন্নাইয়ের মতোই তাঁদের পয়েন্ট ৬। যদিও নেট রান রেটে এগিয়ে লখনউ। তাদের নেট রান রেট ০.৭৬১। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনিরা। চেন্নাইয়ের নেট রান রেট ০.২৬৫। চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংসেরও ৫ ম্যাচে ৩টি করে জয়ের সুবাদে সংগ্রহ ৬ পয়েন্ট। কিন্তু গুজরাতের নেট রান রেট ০.১৯২ এবং পঞ্জাবের নেট রান রেট -০.১০৯।

Advertisement

চেন্নাইয়ের জয়ের ফলে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেল কেকেআর। ৫টি ম্যাচ খেলে ২টি জিতেছে কলকাতা। নীতীশ রানার দলের নেট রান রেট ০.৩২০। সমসংখ্যক ম্যাচে বেঙ্গালুরুরও সংগ্রহ কলকাতার মতো ৪ পয়েন্ট। সপ্তম স্থানে রয়েছেন কোহলিরা। তাঁদের নেট রান রেট -০.৩১৮। ২টি করে ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদও। তবে এই দুই দল সোমবার পর্যন্ত খেলেছে ৪টি করে ম্যাচ। অষ্টম স্থানে থাকা রোহিত শর্মাদের নেট রান রেট -০.৩৮৯। নবম স্থানে রয়েছে হায়দরাবাদ। এডেন মার্করামদের নেট রান রেট -০.৮২২।

পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। ৫টি ম্যাচ খেললেও জয় মুখ দেখতে পাননি ডেভিড ওয়ার্নাররা। তাঁদের ঝুলিতে কোনও পয়েন্ট নেই সোমবার পর্যন্ত। ওয়ার্নারদের নেট রান রেট -১.৪৮৮।

Advertisement
আরও পড়ুন