IPL 2024

লখনউ ম্যাচের আগে নাইট শিবিরে দুই ছবি, ইদ উদ্‌যাপন গুরবাজ়ের, কালীঘাট মন্দিরে রিঙ্কুরা

রবিবার কলকাতা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে দুই ছবি। কেউ ইদ উদ্‌যাপন করলেন। আবার কয়েক জন গেলেন কালীঘাট মন্দিরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৬:৪৩
cricket

কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।

আগের ম্যাচে চলতি আইপিএলে প্রথম বার হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার ঘরের মাঠে খেলা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে দুই ছবি। কেউ ইদ উদ্‌যাপন করলেন। আবার কয়েক জন গেলেন কালীঘাট মন্দিরে।

Advertisement

বৃহস্পতিবার বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইদ। উদ্‌যাপন হয়েছে কেকেআর শিবিরেও। কলকাতার দুই আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ় ও আল্লা গজ়নফর ইদ উদ্‌যাপন করেছেন। কালো কুর্তা পরে দু’জনকে হাসি মুখে ছবি তুলতে দেখা গিয়েছে। এ বারের আইপিএলে এখনও খেলার সুযোগ পাননি গুরবাজ়। অন্য দিকে ১৬ বছর বয়সি গজ়নফর পরিবর্ত হিসাবে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। তিনিও এখনও খেলার সুযোগ পাননি।

অন্য দিকে বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও বেঙ্কটেশ আয়ার। তাঁরা গিয়ে পুজো দেন সেখানে। কেকেআর ক্রিকেটারদের দেখতে ভিড় জমেছিল মন্দির চত্বরে। রিঙ্কুদের পুজো দেওয়ার ভিডিয়ো নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দিয়েছে কেকেআর।

আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটি জিতেছে কেকেআর। প্রথম তিনটি ম্যাচে জয়ের পরে চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়স আয়ারেরা। রবিবার লখনউকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় জায়গা মজবুত হবে তাদের। সেই প্রস্তুতিই শুরু করে দিয়েছে তারা।

আরও পড়ুন
Advertisement