IPL 2022

IPL 2022: অধিনায়ক হিসাবে কোন মন্ত্রে সাফল্য, জবাবে হার্দিকের মুখে অন্য দলের কথা

১৩ ম্যাচে গুজরাতের পয়েন্ট ২০। বাকি আর একটা ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস নিজেদের দু’ম্যাচ জিতলেও সর্বোচ্চ ২০ পয়েন্টে শেষ করতে পারবে। এই অবস্থায় গ্রুপের শেষ ম্যাচে দলের বাকি ক্রিকেটারদের দেখে নিতে পারে গুজরাত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ২১:৪৫
অধিনায়কত্ব নিয়ে কী বললেন হার্দিক

অধিনায়কত্ব নিয়ে কী বললেন হার্দিক ছবি: আইপিএল

প্রথম বারেই অধিনায়কের দায়িত্ব পেয়ে সফল হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সকে তিনি শুধু প্লে-অফে নিয়ে যাননি, লিগ তালিকার শীর্ষে শেষ করতে পারেন তাঁরা। অধিনায়ক হিসাবে প্রথম মরসুমেই কোন মন্ত্রে সফল হার্দিক। তার জবাবে হার্দিক টেনে আনলেন তাঁর প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্সের প্রসঙ্গ।

ম্যাচে শেষে হার্দিক বলেন, ‘‘আগের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় আমাদের অনেক বেশি দায়িত্ব দেওয়া হত। তাই তখন থেকেই দায়িত্ব নিতে ভালবাসি। আমাকে আগের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা অনেক সাহায্য করেছে। আমার সঙ্গে দলের কোচ আশিস নেহরার চিন্তার মিল রয়েছে। বেশি কথা না বললেও আমরা একে অপরের কথা বুঝতে পারি। ফলে নেতৃত্ব দিতে অনেক সুবিধা হয়।’’

Advertisement

চেন্নাইয়ের বিরুদ্ধে অপেক্ষাকৃত কম রান তাড়া করতে গিয়েও শেষ ওভার পর্যন্ত খেলেছে গুজরাত। আগেই খেলা শেষ করতে পারতেন দলের ব্যাটাররা। ধীরে খেলা নিয়ে মোটেই চিন্তিত নন হার্দিক। তাঁর কথায়, ‘‘ম্যাচ জেতা নিয়ে কথা। তাড়াতাড়ি শেষ করলে তো বেশি পয়েন্ট পাব না। ম্যাচ জিতেছি, সেটাই আসল।’’

১৩ ম্যাচে গুজরাতের পয়েন্ট ২০। বাকি আর একটা ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস নিজেদের দু’ম্যাচ জিতলেও সর্বোচ্চ ২০ পয়েন্টে শেষ করতে পারবে। এই অবস্থায় গ্রুপের শেষ ম্যাচে কি দলের বাকি ক্রিকেটারদের দেখে নিতে চাইবে গুজরাত। তার জবাবে হার্দিক বলেন, ‘‘কারও যদি বিশ্রামের প্রয়োজন হয় সেটা আলাদা কথা। তা হলে আমরা বদলের কথা ভাবব। নইলে জয়ের ধারা বজায় রাখতে চাই।’’

Advertisement
আরও পড়ুন