SRH

IPL 2022: লক্ষ্য দেশের হয়ে খেলা, তবে বেশি ভেবে নিজেকে চাপে ফেলতে চান না প্রাক্তন নাইট

আইপিএলে প্রায় প্রতি ম্যাচে রান করার সুবাদে তাঁকে দেশের হয়ে খেলানোর দাবি উঠছে। সেই প্রশ্নেরই উত্তর দিলেন হায়দরাবাদের ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১২:৪৮
দেশের হয়ে খেলতে চান ত্রিপাঠী

দেশের হয়ে খেলতে চান ত্রিপাঠী ছবি আইপিএল

অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে প্রথম বার নিজের জাত চিনিয়েছিলেন। এর পর কলকাতা নাইট রাইডার্সে এসে নিজেকে আরও উন্নত করে তোলেন। এই মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও ব্যাটে রান পাচ্ছেন রাহুল ত্রিপাঠী। অনেক ম্যাচেই দলকে উতরে দিচ্ছেন তিনি। মঙ্গলবার যেমন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন।

স্বাভাবিক ভাবেই তাঁকে ভারতের জার্সিতে দেখার ইচ্ছে শুরু হয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। অনেকেই তাঁকে জাতীয় দলে নেওয়ার দাবি তুলছেন। ত্রিপাঠী নিজেও চান জাতীয় দলের হয়ে খেলতে। মঙ্গলবারের ম্যাচের পর বলেছেন, “ক্রিকেট খেলা শুরু করলে দেশের হয়ে খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। আমারও রয়েছে। আমি যদি একটানা ভাল খেলতে থাকি তা হলে ওদের (নির্বাচক) মধ্যে বিশ্বাস আসবে যে দেশের হয়েও আমি ম্যাচ জেতাতে পারি। তখন হয়তো আমার সামনে জাতীয় দলের দরজা খুলে যাবে।”

Advertisement

সামনেই দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। অনেক সিনিয়র ক্রিকেটাররাই সেখানে বিশ্রাম নেবেন। তাঁদের জায়গায় কি ঢুকতে পারেন ত্রিপাঠী? সময়ই বলবে। তবে আপাতত নিজের খেলাতেই বেশি মন দিতে চান তিনি। কী ভাবে টি-টোয়েন্টিতে খেলেন, সেই প্রসঙ্গে বলেছেন, “টি-টোয়েন্টি ম্যাচে কখনও থেমে গেলে হবে না। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। প্রত্যেকটা বল আমি আলাদা আলাদা ভাবে দেখি। আগেই ভেবে নিই সেই বলের সঙ্গে কী করতে পারি। বলকে সঠিক ভাবে কাজে লাগানোই আমার উদ্দেশ্য থাকে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement