IPL 2022

Shubman Gill: আনন্দবাজার অনলাইনের বিচারে গুজরাত-পঞ্জাব ম্যাচের সেরা শুভমন গিল

মাত্র চার রানের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরান হাতছাড়া করলেন শুভমন। ১১টি চার এবং ১টি ছয় মারলেন ৯৬ রানের দায়িত্বশীল ইনিংসে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ২৩:৪৯
শুভমন গিল।

শুভমন গিল। ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে গুজরাত টাইটান্স-পঞ্জাব কিংস ম্যাচের সেরা হলেন শুভমন গিল। ওপেন করতে নেমে প্রায় শেষ পর্যন্ত লড়াই শুধু করলেন না, ধারাবাহিক ভাবে সচল রাখলেন গুজরাতের স্কোরবোর্ডকেও। দলকে প্রায় পৌঁছেও দিলেন জয়ের দরজা পর্যন্ত।

পরিণত এবং আক্রমণাত্মক ইনিংস খেললেন প্রাক্তন নাইট। ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে কাগিসো রাবাডা তাঁকে আউট করার আগে শুভমন করলেন ৫৯ বলে ৯৬ রান। মাত্র চার রানের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরান হাতছাড়া করলেন তিনি। ১১টি চার এবং ১টি ছয় মারলেন ৯৬ রানের ইনিংসে। টি-টোয়েন্টি ক্রিকেট হলেও ক্রিকেটীয় শট খেলেই পঞ্জাবের এ দিনের বিরুদ্ধে ইনিংসটি সাজালেন তিনি।

Advertisement

সঙ্গী ওপেনার ম্যাথু ওয়েড (৬) দ্রুত সাজঘরে ফিরলেও উইকেটের অন্য প্রান্তে লক্ষ্যে অবিচল ছিলেন শুভমন। ওভার প্রতি রানের লক্ষ্য যাতে বেড়ে না যায়, সে দিকেও নজর রেখেছিলেন তরুণ ব্যাটার। দায়িত্বশীল, পরিণত ইনিংসের জন্য শুভমন গিলকেই ম্যাচের সেরা বেছে নিল আনন্দবাজার অনলাইন।

আরও পড়ুন
Advertisement