আউট শ্রেয়স। ছবি আইপিএল
৪৪ রানে হারল কলকাতা।
শেষ ওভারে শার্দূলের বলে আউট রাসেল।
অনেকটা দৌড়ে ক্যাচ নিলেন উমেশ।
২ বলে ৪ করে আউট তিনি।
কামিন্স ঝড় দেখা গেল না। কুলদীপ ফেরালেন তাঁকে।
ছক্কা মারতে গিয়ে ফিরলেন বিলিংস।
আবার এগিয়ে গিয়ে মারতে গিয়েছিলেন শ্রেয়স। স্টাম্প করলেন পন্থ।
ছক্কা মেরে অর্ধশতরান পূরণ করলেন শ্রেয়স।
৩০ রানে ফিরলেন নীতীশ।
শ্রেয়স ৩২ রানে এবং নীতীশ ১৩ রানে খেলছেন।
১৪ বলে ৮ করে ফিরলেন রহাণে। অনেকটা পিছনে দৌড়ে দুরন্ত ক্যাচ নিলেন শার্দূল।
খলিলের বলে ফিরলেন বেঙ্কটেশ।
শার্দূল-অক্ষর মিলে ৪৯ রানের জুটি গড়লেন। কলকাতাকে জিততে গেলে ২১৬ তুলতে হবে।
অবশেষে ফিরলেন ওয়ার্নার। সীমানার ধারে ক্যাচ নিলেন রহাণে।
ছয় মারতে গিয়ে আউট রভম্যান। ৮ রানে ফিরলেন তিনি।
নারাইনের বলে ফিরলেন তিনি।
দিল্লি অধিনায়ককে ফিরিয়ে দিলেন রাসেল। উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ। ২৭ রান করেন তিনি।
ওয়ার্নারের দাপট অব্যাহত। পৃথ্বী শকে হারালেও রানের গতি কমছে না দিল্লির। ১২ ওভারে ১৩৭ রান তুলে ফেলল তারা।
পন্থ ৬ এবং ওয়ার্নার ৩৮ রানে খেলছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বরুণের গুগলিতে ফিরলেন শ।