সতীর্থদের সঙ্গে হোলিতে মাতলেন ঋষভ পন্থ। ছবি: টুইটার থেকে
আইপিএল খেলতে অধিকাংশ ক্রিকেটারই পৌঁছে গিয়েছেন মুম্বই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হোটেলে তাঁরা অনেকেই রয়েছেন বিচ্ছিন্নবাসে। তাই বলে রঙের উৎসব থেকে কি মুখ ফিরিয়ে রাখা যায়!
করোনার দাপটে গত বছর সে ভাবে রঙের উৎসবে সামিল হতে পারেনি দেশের মানুষ। এবার করোনা সংক্রমণ অনেকটাই কম। বিধিনিষেধও রয়েছে সামান্য কিছু। স্বভাবতই দোল বা হোলির চেনা ছবি ফিরেছে দেশ জুড়েই।
হোলির সেই রঙে রং মেলালেন ক্রিকেটাররাও। হোটেলের বিচ্ছিন্নবাসেই তাঁরা আবির খেললেন সতীর্থদের সঙ্গে। আইপিএলের ফ্যাঞ্চাইজিগুলি ক্রিকেটারদের হোলি খেলার নানা ছবি, ভিডিয়ো নেট মাধ্যমে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা এক সঙ্গেই রং খেললেন। টিম হোটেলে রঙের উৎসবে মাতলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহালরা।
A DC camp filled with colours and smiles 🎨😁
— Delhi Capitals (@DelhiCapitals) March 17, 2022
Wishing you all a very #HappyHoli from the DC Family 💙#YehHaiNayiDilli #IPL2022 @TajMahalMumbai pic.twitter.com/691AlJgqK5
Yeh #Holi, quarantine waali. 💗#RoyalsFamily pic.twitter.com/pDIda2zKGK
— Rajasthan Royals (@rajasthanroyals) March 18, 2022
মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নেট মাধ্যমে সমর্থক, ক্রিকেট প্রেমীদের হোলির শুভেচ্ছা জানিয়েছে। ২৬ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। তিন দিনের বিচ্ছিন্নবাস শেষ করে অধিকাংশ ক্রিকেটারই অনুশীলন শুরু করে দিয়েছেন। বাকিরাও দু’একদিনের মধ্যে দলের অনুশীলনে যোগ দেবেন। সামনে ঠাসা সূচির আগে শুক্রবার হালকা মেজাজে কাটালেন তাঁরা।