IPL

KKR: পাঁচ কারণ: লখনউয়ের কাছে কেন হারল কলকাতা

লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। কেন হারল কলকাতা? পাঁচ কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন।

Advertisement
শেষ আপডেট: ০৭ মে ২০২২ ২৩:১৩
হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার।

হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ফাইল চিত্র

একটা ম্যাচ জিতে ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হারাল তারা। কোন পাঁচ কারণে হারতে হল শ্রেয়স আয়ারের দলকে, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

এক, ফর্মে থাকা লোকেশ রাহুলকে প্রথম ওভারেই তুলে নিলেও পাওয়ার প্লে-তে কেকেআর বোলাররা একেবারেই ভাল বল করতে পারেননি। ৬ ওভারে ৬৬ রান তুলে ফেলে লখনউ সুপার জায়ান্টস।

দুই, মাঝের ওভারগুলিতে লখনউয়ের ব্যাটারদের আটকে রাখলেও ১৯তম ওভারে ৩০ রান দেন শিবম মাভি। যেখানে ১৫০ রান পেরনো কঠিন মনে হচ্ছিল, সেখানে লখনউ ১৭০ রানের উপর করে ফেলে।

Advertisement

তিন, বড় রান তাড়া করতে গেলে যে পরিকল্পনা লাগে, কেকেআর ব্যাটারদের মধ্যে তার বিন্দুমাত্র ছিল না। প্রত্যেককেই দেখে মনে হয়েছে স্রেফ নিজের মতো করে ব্যাট করতে নেমেছেন।

চার, আন্দ্রে রাসেল অসম্ভবকে সম্ভব করার একটা চেষ্টা করেছিলেন। জেসন হোল্ডারের একটি ওভারে ২৫ রান নিয়ে তিনি কেকেআর-কে কিছুটা হলেও ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু রাসেল ফিরতেই কলকাতার আশা শেষ হয়ে যায়।

পাঁচ, সব মিলিয়ে জঘন্য ব্যাটিং। রাসেল, সুনীল নারাইন এবং অ্যারন ফিঞ্চ ছাড়া কলকাতার আর কোনও ব্যাটার দু’অঙ্কের রান পাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement