IPL 2022

IPL 2022: আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে চেন্নাই-হায়দরাবাদ ম্যাচের সেরা অভিষেক শর্মা

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে অভিষেক বলেন, ‘‘দলের এবং আমার জন্য খুব কঠিন ম্যাচ ছিল এটা। হায়দরাবাদ দলে খেলতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। যে ভাবে দল আমার পাশে দাঁড়িয়েছে সেটা ভাবা যায় না। আমার জন্য একটা ভাল শুরু ছিল এটা। আরও রান করার চেষ্টা করব। দল চেয়েছিল আমি নিজের মতো করে ব্যাট করি। বল করার জন্যেও আমি তৈরি। যদি সে রকম পরিস্থিতি আসে আমি বল করব।’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৯:৪৩
অর্ধশতরান করলেন অভিষেক।

অর্ধশতরান করলেন অভিষেক। ছবি: আইপিএল

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অভিষেক শর্মা। আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে সেরা হলেন তিনি। ৫০ বলে ৭৫ রান করেন অভিষেক।

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে অভিষেক বলেন, ‘‘দলের এবং আমার জন্য খুব কঠিন ম্যাচ ছিল এটা। হায়দরাবাদ দলে খেলতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। যে ভাবে দল আমার পাশে দাঁড়িয়েছে সেটা ভাবা যায় না। আমার জন্য একটা ভাল শুরু ছিল এটা। আরও রান করার চেষ্টা করব। দল চেয়েছিল আমি নিজের মতো করে ব্যাট করি। বল করার জন্যেও আমি তৈরি। যদি সে রকম পরিস্থিতি আসে আমি বল করব।’’

শনিবারের দুপুরের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। বোলারদের দাপটে ১৫৪ রানে চেন্নাইকে আটকে রাখে হায়দরাবাদ। অভিষেকের দাপটে ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা।

Advertisement
আরও পড়ুন
Advertisement