Sukant Kadam

নজির ভারতের সুকান্ত কদমের, দ্বিতীয় স্থানে উঠে এলেন প্যারা ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায়

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে এসএল ৪ বিভাগে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সুকান্ত কদম। সাফল্য ধরে রাখাই এখন তাঁর লক্ষ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:০৩
Picture of Sukant Kadam

সুকান্ত কদম। ছবি: এক্স (টুইটার)।

নজির গড়লেন ভারতের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদম। স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টনে ভাল পারফরম্যান্সের সুবাদে এসএল ৪ বিভাগের বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন সুকান্ত।

Advertisement

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে এসএল ৪ বিভাগে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কদম। এটাই তাঁর খেলোয়াড়জীবনের সেরা র‌্যাঙ্কিং। তাঁর সংগ্রহে রয়েছে ৫৩,৬৫০ পয়েন্ট। শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার ফ্রেডি সেটিয়াওয়ান। তাঁর পয়েন্ট ৫৬,৬৮০। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের লুকাস মাজ়ুর। তাঁর ঝুলিতে রয়েছে ৪৮,৪০০ পয়েন্ট।

বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে উচ্ছ্বসিত কদম। তিনি বলেছেন, ‘‘২০২৫ সালটা দারুণ ভাবে শুরু করতে পারলাম। যে ভাবে খেলছি, তাতে আমি খুশি। বিশ্বের দু’নম্বর হওয়া গর্বের। সাফল্য ধরেই রাখাই এখন আমার প্রধান লক্ষ্য। সামনে কয়েকটা বড় প্রতিযোগিতা রয়েছে। এশিয়ান প্যারা গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমাকে আরও উন্নতি করতে হবে।’’

Advertisement
আরও পড়ুন