শ্রীলঙ্কার বিরুদ্ধে দেবদত্ত পাড়িক্কল। ছবি: রয়টার্স
বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছে দেবদত্ত পাড়িক্কলের। ২১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তিনি এই শতকে জন্মানো প্রথম ক্রিকেটার, যিনি ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলার নজির তৈরি করলেন।
২০০০ সালের ৭ জুলাই জন্ম পাড়িক্কলের। এখনও পর্যন্ত যাঁরা দেশের হয়ে খেলেছেন, তাঁদের সবার জন্ম ২০০০ সালের ১ জানুয়ারির আগে।
কেরলের মাল্লাপুরম জেলার এড়াপ্পালে জন্ম পাড়িক্কলের। তাঁর ক্রিকেট জীবন ধাপে ধাপে এগিয়েছে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার পর কর্নাটকের রঞ্জি ট্রফি দলে সুযোগ পান। অভিষেক ম্যাচেই মহারাষ্ট্রের বিরুদ্ধে ঝোড়ো ৭৭ রান করেন। এরপর ২০১৯ আইপিএল-এর আগে তাঁকে নিলামে নেয় বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ১৫টি ম্যাচে ৫টি অর্ধশতরান-সহ ৪৭৩ রান করেন তিনি। সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতে নেন। গত বছর আইপিএল-এ শতরান করেন।
বুধবার দেশের হয়ে অভিষেক ম্যাচে ২৩ বলে ২৯ রান করেন তিনি।