মাইকেল ভন বনাম ওয়াসিম জাফর।
লর্ডস টেস্টের প্রথম দিন। টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জো রুট। বৃষ্টিভেজা মাঠে সেই সিদ্ধান্ত অবাক করার মতো ছিল না। প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টুইট করে লেখেন, ‘লর্ডসে বল করার আদর্শ দিন।’ কিন্তু ভারতীয় ওপেনারদের ভাবনা ছিল অন্য রকম।
মেঘলা আকাশ, বৃষ্টি, বোলারদের জন্য আদর্শ অবস্থার মাঝেই প্রতিরোধ গড়ে তোলেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তাঁদের শতরানের জুটি রুটের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে। সুযোগ ছাড়েননি ওয়াসিম জাফর। ভারতের প্রাক্তন ওপেনার ভনের সেই টুইটকেই রিটুইট করেন একটি ছবি দিয়ে। ‘কিংস ইলেভেন পঞ্জাব’-এর জার্সি গায়ে ইডেন গার্ডেন্সের ঘণ্টা বাজাচ্ছেন ক্রিস গেল।
ব্যাট হাতে রানের ঝড় তোলেন ক্রিস গেল। নেটাগরিকদের মতে তাঁর ধ্বংসাত্মক খেলার সঙ্গেই জাফর তুলনা করেন লর্ডসে রোহিত-রাহুলের ইনিংসকে। জেমস অ্যান্ডারসনদের আক্রমণকে ভোঁতা করে রোহিত করেন ৮৩ রান। রাহুল প্রথম দিন অপরাজিত ছিলেন ১২৭ রানে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন তিনি। ১২৯ রান করেন রাহুল।
😆 #ENGvsIND https://t.co/hxLeZB1ZHH pic.twitter.com/W7bumEjHvk
— Wasim Jaffer (@WasimJaffer14) August 12, 2021
ভারতের ওপেনিং জুটি বড় রানের ভীত গড়ে দিয়েছে। এখন দেখার দ্বিতীয় দিনে কত রান করেন ঋষভ পন্থরা।