Asian Games

এশিয়ান গেমসে হকির ফাইনালে ভারত! সোনা জয় থেকে আর এক কদম দূরে হরমনরা

এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারত। বুধবার সেমিফাইনালে তারা ৫-৩ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ ১৫:০৩
asian games

জয়ের হাসি হরমনপ্রীতদের। ছবি: পিটিআই।

এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারত। বুধবার সেমিফাইনালে তারা ৫-৩ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। গোল করলেন মনদীপ সিংহ, হার্দিক সিংহ, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

Advertisement

বুধবার ম্যাচের শুরুতে আক্রমণের রাশ ছিল ভারতের হাতেই। শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার ডি বক্সের উদ্দেশে একের পর এক আক্রমণ হতে পারে। পাঁচ মিনিটেই গোল করে ভারত। গোলের একটি প্রচেষ্টা রুখে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। ফিরতি বলে গোল করেন হার্দিক সিংহ। ১১ মিনিটে ভারতের দ্বিতীয় গোল। দক্ষিণ কোরিয়ার বক্সে বল পেয়েছিলেন গুরজন্ত। তিনি পাস দেন মনদীপ সিংহকে। দক্ষিণ কোরিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে সেটি গোলে ঢুকে যায়। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার এক সেকেন্ড আগে ভারতের তৃতীয় গোল আসে। দক্ষিণ কোরিয়ার বক্সে বল পাওয়ার পর বিবেক পাস দেন গুরজন্তকে। তিনি গোল করার চেষ্টা করলেও রুখে দেন কোরিয়ার গোলকিপার। তবে ফিরতি বলে হরমনপ্রীত সিংহ দক্ষিণ কোরিয়ার বক্সে ঢুকে পড়েন এবং ললিতকে পাস দেন। ঠান্ডা মাথায় গোল করেন ললিত।

প্রথম কোয়ার্টার যতটা ভাল গিয়েছিল ভারত, দ্বিতীয় কোয়ার্টার ততটাই খারাপ যায়। শুরুতেই একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন জুং মানজায়ে। ২০ মিনিটের মাথায় আবার দক্ষিণ কোরিয়ার গোল। এ বার বাঁ দিক থেকে পাওয়া বল স্টিকের অসামান্য দক্ষতায় গোল করেন তিনি। আর একটি গোল করলেই সমতা ফেরাতে পারত তারা। কিন্তু ভারতের হয়ে ব্যবধান বাড়ান অমিত রোহিদাস। ভারতের একটি আক্রমণ সামলাতে গিয়ে নিজেদের বক্সে ফাউল করে দক্ষিণ কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে ৪-২ করেন অমিত।

তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আবার একটি গোল শোধ করে। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের হ্যাটট্রিক করেন জুং। চতুর্থ কোয়ার্টারে গোলের জন্যে মরিয়া হয়ে ওঠে কোরিয়া। কিন্তু ভারতের জমাট রক্ষণের কারণে তারা গোল দিতে পারেনি। উল্টে ভারতই এগিয়ে যায়। ৫৪ মিনিটে গোল করেন অভিষেক। মনদীপ পাস দিয়েছিলেন অভিষেককে। তিনি দক্ষিণ কোরিয়ার বক্সে ঢুকে পড়ে রিভার্স হিটে গোল করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement