বিরাটদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি।২৪ অক্টোবর বাবর আজমদের বিরুদ্ধে দুবাইতে খেলতে নামবেন বিরাট কোহলীরা। মঙ্গলবার এই সূচি প্রকাশ করে আইসিসি। ফাইনাল হবে ১৪ নভেম্বর। বিরাটদের প্রথম ম্যাচেই খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে।
২৩ অক্টোবর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। একই দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এর পরের দিনই ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলবে ভারত। তাদের পরের ম্যাচ ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে।
৫ নভেম্বর ও ৮ নভেম্বর যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে খেলবে ভারত। সেমিফাইনাল ১০ ও ১১ নভেম্বর। ফাইনাল হবে ১৪ নভেম্বর। তবে ফাইনালের জন্য একটা দিন রিজার্ভ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
Mark your calendars 📆
— ICC (@ICC) August 17, 2021
Get ready for the 2021 ICC Men’s #T20WorldCup bonanza 🤩
ভারতে টি২০ বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।