Sunil Chhetri

ট্রফি জিতলে তবেই মোহনবাগানের কাছে হারের আক্ষেপ মিটবে সুনীলের, গোয়া ছাড়লেন সাদিকু

আইএসএলের কাপ ফাইনালে মোহনবাগানের কাছে হেরে গিয়েছে বেঙ্গালুরু। তা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে সুনীল ছেত্রীর। তাঁর মতে, ট্রফি না জেতা পর্যন্ত এই আক্ষেপ মিটবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৯:০০
football

সুনীল ছেত্রী। — ফাইল চিত্র।

আইএসএলের কাপ ফাইনালে মোহনবাগানের কাছে হেরে গিয়েছে বেঙ্গালুরু। সেই ম্যাচে সুনীল ছেত্রী বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করে দলকে জেতাতে পারেননি। তা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে এই স্ট্রাইকারের। তাঁর মতে, ট্রফি না জেতা পর্যন্ত এই আক্ষেপ মিটবে না।

Advertisement

ফাইনালে হারার পর কোনও কথা বলেননি। ম্যাচের দু’দিন পর মুখ খুলেছেন সুনীল। বলেছেন, “ফাইনালে হারের পর বাকিরা যা করে সেটাই করছিলাম। যদি-কিন্তু, কী হতে পারত, এ সব নিয়েই ভাবছিলাম। ফ্রিকিক, হেডার, প্রত্যেকটা সুযোগ মাথায় ঘুরছিল।”

সমর্থকদের উদ্দেশে সুনীল বলেছেন, “আমি জানি আপনাদের কেমন লাগছে। যে কোনও হারই খুব খারাপ। এই হারটা অনেক দিন মনে থাকবে। তাই একটা অদ্ভুত পরামর্শ দিই, একটা আইসক্রিম ভর্তি পাত্রে ডুব দিন। উল্টোপাল্টা খাবার খান। জিমে যাবেন না। এমন করুন যা করলে আপনার ভাল লাগবে। কিছু দিন পরে এটা মেনে নিন, ট্রফি জিতলে তবেই এই আক্ষেপ মিটবে।”

সুনীলের সংযোজন, “আপনারা এই দলটাকে ভালবাসেন কারণ আপনারা জানেন কী ভাবে এই দলটা গড়ে উঠেছে। কিছুতেই সেটা বদলাতে দেবেন না। আমরা অনেক ফাইনাল হেরেছি। তার পর শক্তিশালী হয়ে ফিরে এসেছি। এ ভাবে খেলার জন্যই পরিচিত বিএফসি। এখন আমরা আহত ঠিকই। তবে পরের পর্যায়ে এগিয়ে যাওয়ার আগে আবার সাহসী হয়ে উঠব।”

এ দিকে, গোয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করলেন আর্মান্দো সাদিকু। সুপার আগেই সম্পর্ক শেষ হল তাদের। গত মরসুমের শুরুতে মোহনবাগান থেকে গোয়ায় যোগ দিয়েছিলেন সাদিকু। আইএসএলে ২৪টি ম্যাচে ১০টি গোল করেছেন। তার মধ্যে প্রথম সাতটি ম্যাচেই গোল রয়েছে। শেষের দিকে সে ভাবে গোল পাননি। অনেক ম্যাচে পরিবর্ত হিসাবে নামেন। সে কারণেই বিচ্ছেদ কি না বোঝা যাচ্ছে না।

Advertisement
আরও পড়ুন