Lionel Messi and Lamine Yamal

‘ফুটবল জিতে গেল’, কোপা জয়ী ‘গোট’ মেসির পাশে বসে পড়লেন ইউরো জয়ী ইয়ামাল

স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছেন লেমিনে ইয়ামাল। তার কয়েক ঘণ্টা পরে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতলেন লিয়োনেল মেসি। লিয়োর পাশে বসে পড়লেন ইয়ামাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১২:২৪
football

(বাঁ দিকে) কোপা জেতার পরে লিয়োনেল মেসি, ইউরো জেতার পরে লেমিনে ইয়ামাল (ডান দিকে)। —ফাইল চিত্র।

মাঝে কয়েক ঘণ্টার ব্যবধান। রবিবার গভীর রাতে স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছেন লেমিনে ইয়ামাল। সোমবার সকালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন লিয়োনেল মেসি। এক জন বার্সেলোনার বর্তমান। অন্য জন প্রাক্তন। মেসির পাশে বসে পড়লেন ইয়ামাল। তাঁর মতে, দুই ফাইনালে ফুটবল জিতে গেল।

Advertisement

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দু’টি ছবি দিয়েছেন ইয়ামাল। বাঁ দিকে ইউরো ট্রফি হাতে তিনি। সঙ্গে রয়েছে তাঁর জেতা ইউরোর সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ডান দিকে কোপা ট্রফি নিয়ে মেসি। ক্যাপশনে ইয়ামাল লিখেছেন, “ফুটবল জিতে গেল।” সঙ্গে ‘গোট’ (গ্রেটেস্ট অফ অল টাইম বা সর্বকালের সেরা)-এর ইমোজি দিয়েছেন তিনি। ইয়ামাল বোঝাতে চেয়েছেন তাঁর কাছে সর্বকালের সেরা ফুটবলার মেসি।

কিছুটা হলেও দু’জনের মিল রয়েছে। আর্জেন্টিনার জাতীয় দলে তরুণ বয়স থেকেই নজর কেড়েছিলেন মেসি। ইয়ামাল কোপার ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার। দু’জনেই বাঁ পায়ের ফুটবলার। গোল করার পাশাপাশি গোলের সুযোগ তৈরিও করেন তাঁরা।

মেসিকে তিনি কতটা শ্রদ্ধা করেন, তা আগেও জানিয়েছেন ইয়ামাল। কয়েক দিন আগে মেসির কোলে তাঁর ছোটবেলার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবি নিয়ে মুখ খুলেছেন ইয়ামাল। তাঁর জবাব, “যে মুহূর্তে ছবিটা তোলা হয়েছে তখন তো আমার জ্ঞান হওয়ার মতো বয়স হয়নি। তাই বুঝতে পারিনি ব্যাপারটা কী হয়েছে।” তিনি আরও বলেন, “আমার বাবার ফোনে ছবিটা রাখা ছিল। কখনও প্রকাশ্যে আসেনি। কারণ মেসির সঙ্গে আমার তুলনা করতে কেউ রাজি হয়নি। সেরা ফুটবলারের সঙ্গে তুলনা হলে কারওর রাগ করার কথা নয়। কিন্তু ওর মতো হওয়া কখনওই সম্ভব নয়।”

আরও পড়ুন
Advertisement