ISL 2024

পঞ্জাবের বিরুদ্ধেও অনিশ্চিত সাহাল আব্দুল সামাদ

মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে সাহালের পাশাপাশি অস্বস্তি বাড়ছে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসকে নিয়েও। চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচের আগেই অসুস্থ হয়ে হোটেলবন্দি রয়েছেন ৬৬ বছর বয়সি স্পেনীয় কোচ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ০৮:৪১
উদ্বেগ: সাহালকে নিয়ে অস্বস্তি বাড়ছে। এফএসডিএল।

উদ্বেগ: সাহালকে নিয়ে অস্বস্তি বাড়ছে। এফএসডিএল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে চোট পেয়েছিলেন সাহাল আব্দুল সামাদ। দ্বিতীয় পর্বের দ্বৈরথের আগে ছিটকে যান জাতীয় দল থেকেই। খেলতে পারেননি আইএসএলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে। আগামী শনিবার পঞ্জাব এফসি দ্বৈরথেও তাঁর খেলা নিয়ে সংশয় বাড়ছে। যুবভারতীতে বৃহস্পতিবার বিকেলেও অনুশীলন করেননি সাহাল।

Advertisement

মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে সাহালের পাশাপাশি অস্বস্তি বাড়ছে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসকে নিয়েও। চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচের আগেই অসুস্থ হয়ে হোটেলবন্দি রয়েছেন ৬৬ বছর বয়সি স্পেনীয় কোচ। বৃহস্পতিবারও তিনি যোগ দেননি অনুশীলনে। প্রশ্ন উঠতে শুরু করেছে শনিবার নয়াদিল্লিতে দর্শকশূন্য জওহরলাল নেহরু স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে আদৌ কি হাবাস বসতে পারবেন ডাগআউটে? সবুজ-মেরুন শিবিরের তরফে এ দিনও জানানো হয়েছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন স্পেনীয় কোচ। আজ, শুক্রবার সকালে যুবভারতীতে সাংবাদিক বৈঠকে তিনি থাকবেন।

মরসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে হাবাসই বদলে দিয়েছিলেন মোহনবাগানকে। টানা আটটি ম্যাচে অপরাজিত ছিলেন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস-রা। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চেন্নাইয়িনের বিরুদ্ধে হাবাস ছিলেন না। ২-৩ গোলে হেরে লিগ-শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে পড়ে মোহনবাগান। ম্যাচের পরে সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা জানিয়েছিলেন, হাবাসের অনুপস্থিতিই পার্থক্য গড়ে দিয়েছিল। এই মুহূর্তে যা পরিস্থিতি লিগ-শিল্ড জিততে হলে শেষ তিনটি ম্যাচেই জয় চাই মনবীর সিংহ-দের।

হোটেলবন্দি থাকলেও হাবাসের পরামর্শ অনুযায়ী অনুশীলন করাচ্ছেন ম্যানুয়েল। বৃহস্পতিবার প্রথমে দুই প্রান্ত দিয়ে আক্রমণ শানানোর মহড়া সারেন তিনি। পরে আক্রমণ বনাম রক্ষণ ম্যাচ খেলান। কারণ, চেন্নাইয়িনের বিরুদ্ধে সংযুক্ত সময়ে গোল করার লক্ষ্যে ডিফেন্ডাররাও উঠে গিয়েছিলেন। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ৩-২ করেছিলেন ইরফান ইয়াদওয়াদ। পঞ্জাবের বিরুদ্ধে এই ভুলের পুনারাবৃত্তি চান না হাবাস।

আরও পড়ুন
Advertisement