UEFA Champions League

চ‌্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে প‌্যারিস সঁ জরমঁ

বার্সেলোনার হয়ে এ দিন শুরুটা করেন রাফিনহা। ১২ মিনিটে ডান দিক থেকে লামিনে ইয়ামালের সেন্টার জালে জড়াতে ভুল করেননি তিনি। কিন্তু ২৯ মিনিটেই রোনাল্ড আরাউহো লাল কার্ড দেখে উঠে যাওয়ায় দশ জন হয়ে যায় বার্সা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০৭:৩৫
বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল প‌্যারিস সঁ জরমঁ।

বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল প‌্যারিস সঁ জরমঁ। ছবি: রয়টার্স।

মঙ্গলবার চ‌্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে ন‌্যু ক‌্যাম্পে দশ জনের বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল প‌্যারিস সঁ জরমঁ। জোড়া গোলে নায়ক ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। প্রথম পর্বের সাক্ষাতে ৩-২ হয়েছিল বার্সার পক্ষে। অন‌্য দিকে বরুসিয়া ডর্টমুন্ড ৪-২ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে উঠল সেমিফাইনালে।

Advertisement

বার্সেলোনার হয়ে এ দিন শুরুটা করেন রাফিনহা। ১২ মিনিটে ডান দিক থেকে লামিনে ইয়ামালের সেন্টার জালে জড়াতে ভুল করেননি তিনি। কিন্তু ২৯ মিনিটেই রোনাল্ড আরাউহো লাল কার্ড দেখে উঠে যাওয়ায় দশ জন হয়ে যায় বার্সা। ৪০ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে ২-১ করেন ভিতিনহা। ৫৮ মিনিটে কানসেলো ফাউল করেন দেম্বেলেকে। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে ৩-১ করেন এমবাপে। ফের ৮৬ মিনিটে স্কোরশিটে নাম তোলেন এমবাপে। আর
গোল হয়নি।

আজ, বুধবার এতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফিরতি ম্যাচের আগে রীতিমতো যুদ্ধংদেহী মেজাজ ম্যাঞ্চেস্টার সিটি শিবিরে।মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলে যান, ‘‘রিয়াল মাদ্রিদকে ভয় করি না। বলতে পারেন, ওই দলটাকে সমীহ করি। ঘরের মাঠে আমাদের দলও সেরা ফুটবল খেলেই সেমিফাইনালের ছাড়পত্র আদায় করতে তৈরি।’’ রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, তিনিও বুধবার রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। অন‌্য ম‌্যাচে আর্সেনালের বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক বায়ার্ন মিউনিখ।

আরও পড়ুন
Advertisement