ISL 2023-24

শীর্ষে মুম্বই, দ্বিতীয় স্থানে মোহনবাগান, লিগ-শিল্ড জিততে সোমবার কী করতে হবে সবুজ-মেরুনকে?

মোহনবাগান সুপার জায়ান্টের লিগ-শিল্ড জয়ের সম্ভাবনা বেড়ে গিয়েছে। এখন লড়াই শুধু মুম্বই সিটি-র বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই দলের বিরুদ্ধেই ম্যাচ রয়েছে মোহনবাগানের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২২:২৩
Dimitri Petratos

দিমিত্রি পেত্রাতোস। —ফাইল চিত্র।

বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিতেই মোহনবাগান সুপার জায়ান্টের লিগ-শিল্ড জয়ের সম্ভাবনা বেড়ে গিয়েছে। এখন লড়াই শুধু মুম্বই সিটি-র বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই দলের বিরুদ্ধেই ম্যাচ রয়েছে মোহনবাগানের। যুবভারতীতে সবুজ-মেরুন সমর্থকদের সামনেই লিগ-শিল্ড জয়ের সুযোগ।

Advertisement

২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়েছে মুম্বই সিটি। একই সংখ্যক ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট পেয়েছে মোহনবাগান। তৃতীয় স্থানে থাকা এফসি গোয়া ২১ ম্যাচে পেয়েছে ৪২ পয়েন্ট। ফলে শেষ ম্যাচ গোয়া জিতলেও কোনও ভাবেই ৪৭ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই লিগ জয়ের সুযোগ এখন রয়েছে শুধু দু’টি দলের কাছে। আর সেই দল একে অপরের বিরুদ্ধে খেলবে সোমবার। তাই মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ এখন ‘ফাইনাল’। যে দল জিতবে সেই পাবে লিগ শিল্ড। তবে ড্র হলেও লিগ-শিল্ড মুম্বইয়ের। ফলে মোহনবাগানকে জিততেই হবে সোমবার। কারণ পয়েন্টের বিচারে এগিয়ে থাকবে মুম্বই।

লিগে প্রথম ছয়ের মধ্যে কোন কোন দল থাকবে, সেটাও ঠিক হয়ে গিয়েছে। মুম্বই, মোহনবাগান, গোয়া, ওড়িশা, কেরল ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি থাকবে প্রথম ছয়ের মধ্যে। সকলের একটি করে ম্যাচ বাকি রয়েছে। ফলে কে কত নম্বরে শেষ করবে তা এখনও নিশ্চিত নয়। প্লে-অফে উঠতে হলে প্রথম ছয়ের মধ্যে থাকতে হবে।

বৃহস্পতিবার মোহনবাগান ৪-০ গোলে জেতে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচ জিতেই লিগ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল সবুজ-মেরুন।

আরও পড়ুন
Advertisement