Mohammedan SC

আলাদিনের হ‌্যাটট্রিকে লজ্জার হার মহমেডানের

বুধবার সাংবাদিক বৈঠকে মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু জানিয়েছিলেন, তাঁর দল লড়াই করবে। কিন্তু কার্যত বিনা যুদ্ধে আত্মসমর্পণ করল মহমেডান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ০৭:৫৩
আলাদিন আজ়ারাই।

আলাদিন আজ়ারাই। ছবি: সংগৃহীত।

অঘটনের সম্ভাবনা বিন্দুমাত্র ছিল না। অঘটন ঘটেওনি। আইএসএলের পরে সুপার কাপেও সেই বিবর্ণই রইল মহমেডান।

বুধবার সাংবাদিক বৈঠকে মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু জানিয়েছিলেন, তাঁর দল লড়াই করবে। কিন্তু কার্যত বিনা যুদ্ধে আত্মসমর্পণ করল মহমেডান। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ছ’গোলে হেরে কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গলের মতোই স্বপ্ন শেষ হল মহমেডানের।

মহমেডানের কাঁটা ছিল আলাদিন আজ়ারাইয়ের গতি। সেই কাঁটাই দিনের শেষে বিদ্ধ করল সামাদ আলি মল্লিকদের। হ‌্যাটট্রিক করলেন আলাদিন। নর্থ ইস্টের বেশ কয়েকটি সুযোগ নষ্ট না হলে আরও বড় লজ্জার মুখে পড়তে হত মহমেডানকে।

গোল উৎসবের শুরু ৩ মিনিটে। নেস্টর আলবিয়াখের চিপ বার করতে পারেননি গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্য। সেই বল জিতিন এম এসের পায়ের কাছে এলে তিনি ১-০ করেন। ১৮ মিনিটে আলাদিন ২-০ করেন। ৪২ মিনিটে জিতিন বল কেড়ে নেন বিকাশ সিংহের পা থেকে। এর পরে মাপা পাস নেস্টরকে ও নর্থ ইস্টের ৩-০ গোলে এগিয়ে যাওয়া।

প্রথমার্ধের বিরতির পরেও নর্থ ইস্টের আক্রমণ বিন্দুমাত্র কমেনি। ৫৬ মিনিটে ফের মহমেডান রক্ষণের ভুলে ৪-০ করে যান আলাদিন। দশ মিনিট পরে ব‌্যবধান বাড়ান গিয়েরমো ফের্নান্দেস। সংযুক্ত সময়ে আলাদিনকে বক্সের মধ‌্যে ফাউল করেন গোলরক্ষক শুভজিৎ। পেনাল্টি থেকে সুপার কাপে অভিষেকেই হ‌্যাটট্রিক করেন আলাদিন।

অন‌্য ম‌্যাচে জামশেদপুর এফসি ২-০ গোলে হারিয়েছে হায়দরাবাদ এফসি-কে। গোল করেছেন হাভিয়ের সিভেরিয়ো ও স্টিভন এজ়ে।

আরও পড়ুন