উল্লাস: সমতার গোলের পরে গারোনচো। ছবি রয়টার্স।
স্বস্তি ফিরল ওল্ড ট্র্যাফোর্ডে। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হ্যাগকে বাঁচিয়ে দিলেন হাসমুস হোইলুন্ড। ৬২ মিনিটে তাঁর গোলে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে ম্যান ইউ।
এই জয়ের সুবাদে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রইল ম্যান ইউ। ম্যাচের প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৫) এথান পিনকের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হতেই ম্যান ইউকে সমতায় ফিরিয়ে আনেন আলেহান্দ্রো গারনাচো। ৬৭ মিনিটে জয়ের গোল করেন হোইলুন্ড।
ম্যাচের পরে ম্যান ইউ ম্যানেজার এরিক টেন হ্যাগ বলেছেন, ‘‘প্রথমার্ধে আমাদের দল তেমন কার্যকরী ফুটবল খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধে সেই ভুল শুধরে দল অনেক পরিচ্ছন্ন ফুটবল খেলেছে। এই জয়টার খুব প্রয়োজন ছিল আমাদের।’’
হোইলুন্ড বলেছেন, ‘‘দলকে তিন পয়েন্ট উপহার দিতে পেরেছি। সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। তবে আমাদের আরও নিখুঁত হতে হবে। শুরুতে ব্রেন্টফোর্ড গোল করায় চাপে পড়ে গিয়েছিলাম।’’