UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে চার গোল হজম সিটির, ঘরের মাঠে হার রিয়ালের, বড় জয় লিভারপুলের

চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবন ৪-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটিকে। লিভারপুল ঘরের মাঠে ৪-০ হারিয়েছে গত বারের জার্মান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেনকে। রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে হেরে গিয়েছে এসি মিলানের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১০:২৪
football

হারের পর হতাশ ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ড। ছবি: রয়টার্স।

স্পোর্টিং লিসবনের কোচ হিসাবে শেষ ম্যাচ ছিল তাঁর। কিছু দিন পরেই দায়িত্ব নেবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তার আগে শেষ ম্যাচ স্মরণীয় করে রাখলেন রুবেন আমোরিম। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর দল ৪-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটিকে। লিভারপুল ঘরের মাঠে ৪-০ হারিয়েছে গত বারের জার্মান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেনকে। রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে হেরে গিয়েছে এসি মিলানের বিরুদ্ধে।

Advertisement

কোচকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার ম্যাচের আগে বিরাট ‘টিফো’ ঝোলান স্পোর্টিং সমর্থকেরা। চার মিনিটে ফিল ফোডেনের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর মনে হয়েছিল বিদায় সুখের হবে না। তবে সুইডেনের ফরোয়ার্ড ভিক্টর গোয়কেরেস যে হ্যাটট্রিক করবেন তা বোঝা যায়নি। ৩৮ মিনিটে সমতা ফেরান গোয়কেরেস। ম্যাক্সিমিলিয়ানো আরাউখো ২-১ করেন বিরতির পরেই। বক্সে জোসকো গাভার্দিয়ল ফেলে দিয়েছিলেন ফ্রান্সিসকো ত্রিনকাওকে। পেনাল্টি থেকে আবার গোল গোয়কেরেসের। কিছু ক্ষণ পরে আবার পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। তার আগে পেনাল্টি নষ্ট করেন আর্লিং হালান্ড। ২০১৮ সালের পর এই প্রথম হারের হ্যাটট্রিক সিটির।

গত বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের খারাপ ফর্ম অব্যাহত। লা লিগায় আগের ম্যাচে বার্সেলোনার কাছে ০-৪ গোলে হারের পর এ বার চ্যাম্পিয়ন্স লিগে তুলনায় কমজোরি মিলানের কাছেও হারল তারা। ১২ মিনিটে মিলানকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। ২৩ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ভিনিসিয়াস। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে গোল করে আলভারো মোরাতা এগিয়ে দেন মিলানকে। তৃতীয় গোল টিয়ানি রাইন্ডার্সের। ২০০৯-এর পর প্রথম বার ঘরের মাঠে টানা দু’টি ম্যাচ হারল রিয়াল।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ফিরেছিলেন প্রাক্তন ফুটবলার তথা বেয়ার লেভারকুসেনের কোচ জ়াবি আলোন্সো। তাঁকে স্বাগত জানাতে কার্পণ্য করেননি লিভারপুল সমর্থকেরা। তবে মাঠে ‘রেড ডেভিলস’দেরই দাপট। লুইস দিয়াজ় হ্যাটট্রিক করেন। অপর গোল কোডি গাকপোর। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে শীর্ষে উঠে গেল লিভারপুল। গোল পার্থক্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে স্পোর্টিং এবং মোনাকো।

আরও পড়ুন
Advertisement