Lionel Messi

বিশ্বজয়ের পর মেসির আর্জেন্টিনা আবার কবে মাঠে নামবে? জানা গেল তারিখ

বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার মানুষ প্রথম বার দেশের মাটিতে মেসিদের খেলা দেখতে পাবেন। সেটা নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে উত্তেজনা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫
বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার মানুষ প্রথম বার দেশের মাটিতে মেসিদের খেলা দেখতে পাবেন।

বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার মানুষ প্রথম বার দেশের মাটিতে মেসিদের খেলা দেখতে পাবেন। ফাইল ছবি

ফুটবল বিশ্বকাপের পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি। ফুটবলাররা এখন ব্যস্ত যে যাঁর ক্লাবের হয়ে খেলতে। বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে আবার কবে মাঠে দেখা যাবে, সেই নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে কৌতূহল। সমর্থকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। জানানো হয়েছে, আগামী মার্চেই জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে মেসিদের।

আগামী মার্চে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। নিজেদের দেশেই সেই ম্যাচগুলি হবে। ২১ এবং ২৮ মার্চ দু’টি ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা বুয়েনোস আইরেসে। কাদের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। ম্যাচের তারিখও আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হয়নি। তবে এই দু’টি তারিখেই যে ম্যাচ হবে, সেটা এক প্রকার নিশ্চিত।

Advertisement

কোচ লিয়োনেল স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর। তবে আর্জেন্টিনা তাঁকেই কোচ হিসাবে রেখে দিচ্ছে। স্কালোনি নিজেও থাকতে আগ্রহী। ফেব্রুয়ারি মাসে চুক্তি সংক্রান্ত আলোচনার জন্যে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিয়ো তাপিয়ার সঙ্গে আলোচনা করবেন তিনি। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছিলেন, “প্রত্যেক আর্জেন্টিনীয়ের মতোই আমি একটা স্বপ্নের মধ্যে রয়েছি। বিশ্বকাপ জেতা একটা অবিশ্বাস্য অনুভূতি।”

বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার মানুষ প্রথম বার দেশের মাটিতে মেসিদের খেলা দেখতে পাবেন। সেটা নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে উত্তেজনা।

Advertisement
আরও পড়ুন