Messi-Ronaldo

রোনাল্ডোর নজির ভাঙলেন মেসি! এ বার ক্লাবের জার্সিতেও শীর্ষে লিয়ো

ক্লাবের জার্সিতেও এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন লিয়োনেল মেলি। প্যারিস সঁ জরমঁর হয়ে গোল করে রোনাল্ডোর নজির ভেঙে দিয়েছেন লিয়ো।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৩
Picture of Cristiano Ronaldo and Lionel Messi

ক্লাবের জার্সিতেও এ বার শীর্ষে লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে গিয়েছেন তিনি। —ফাইল চিত্র

দেশের জার্সিতে বিশ্বকাপ জিতে আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে গিয়েছেন লিয়োনেল মেসি। এ বার ক্লাবের জার্সিতেও রোনাল্ডোর নজির ভাঙলেন তিনি। প্যারিস সঁ জরমঁর হয়ে মঁপেলিয়ারের বিরুদ্ধে গোল করে এই নজির গড়েছেন তিনি।

এত দিন ইউরোপের সেরা ৫টি লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনাল্ডো। ৬৯৬টি গোল ছিল তাঁর। মঁপেলিয়ারের বিরুদ্ধে গোল করে রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন মেসি। নিজের ৬৯৭তম গোল করলেন তিনি। রোনাল্ডোর থেকে ৮৪ ম্যাচ কম খেলে এই নজির গড়েছেন মেসি।

Advertisement

ফরাসি ক্লাবের হয়ে খেলে মেসি নজির গড়লেও দিনটা ভাল যায়নি কিলিয়ান এমবাপের। জোড়া পেনাল্টি ফস্কেছেন তিনি। চোট পেয়ে মাঠও ছেড়েছেন ফরাসি তারকা। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি পায় পিএসজি। এমবাপের মারা শট বাঁচিয়ে দেন মঁপেলিয়ারের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। কিন্তু এমবাপে পেনাল্টি নেওয়ার আগেই বিপক্ষ ফুটবলাররা বক্সে ঢুকে পড়ায় আরও এক বার পেনাল্টি নিতে বলেন রেফারি। সে বার তাঁর শট পোস্টে লেগে ফেরে। এমনকি ফিরতি বলে এমবাপের শট বার উঁচিয়ে চলে যায়। হতাশ চোখে বলের দিকে তাকিয়ে থাকেন এমবাপে।

এমবাপের জন্য দিনটা একদম ভাল যায়নি। ২১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। দেখে মনে হচ্ছিল আরও একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করবে মেসিদের দল। কিন্তু সেই মেসিই রক্ষাকর্তা হয়ে দেখা দেন। ৫৫ মিনিটের মাথায় তাঁর পাস থেকে গোল করেন রুইজ়। ৭২ মিনিটের মাথায় নিজেই গোল করে ব্যবধান বাড়ান মেসি। সেই সঙ্গে দলের জয় নিশ্চিত করে দেন।

৮৯ মিনিটের মঁপেলিয়ারের হয়ে একটি গোল শোধ করেন নরডিন। তবে তাতে জিততে সমস্যা হয়নি প্যারিসের ক্লাবের। অতিরিক্ত সময়ে দলের তৃতীয় গোল করেন এমেরি। এই গোলের পাস বাড়ান আশরফ হাকিমি। ৩-১ জিতে মাঠ ছাড়েন মেসিরা। এই ম্যাচে পিএসজি-র আর এক তারকা ফুটবলার নেমার খেলেননি। কিন্তু তাঁর অভাব পূরণ করে দিলেন মেসি।

ম্যাচ শেষে এমবাপের চোট নিয়ে মুখ খুলেছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের। তিনি বলেছেন, ‘‘এমবাপের হাঁটু ও উরুতে লেগেছে। তাই ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কিন্তু খুব একটা চিন্তার কিছু নেই। খেলায় এই ধরনের চোট লেগেই থাকে।’’ নেমারকে কেন বিশ্রাম দিয়েছেন তার ব্যাখ্যাও শোনা গিয়েছে গাল্টিয়ারের মুখে। তিনি বলেছেন, ‘‘আমাদের পর পর ম্যাচ আছে। তাই ফুটবলারদের প্রয়োজনীয় বিশ্রাম দিতে হবে। সেই কারণে একসঙ্গে সবাইকে মাঠে নামাতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement