Kiyan Nassiri

দেশের হয়ে অভিষেক নিয়ে ভাবছেন না, অনুশীলনেই মন জিততে চান ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান

দল বদলে মোহনবাগান থেকে চেন্নাইয়িনে যোগ দেওয়ার পর প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন কিয়ান নাসিরি। তিনি জানিয়েছেন, দেশের জার্সিতে প্রথম বার খেলার ইচ্ছে রয়েছে ঠিকই। তবে সুযোগ না পেলেও অনুশীলন থেকে শিক্ষা নিতে চাইছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০
football

কিয়ান নাসিরি। ছবি: সংগৃহীত।

ঘরোয়া ফুটবলে অনেক দিনই খেলছেন। তবে প্রথম বার জাতীয় দলে সুযোগ পাওয়ায় এক অন্য অভিজ্ঞতা হয়েছে কিয়ান নাসিরির কাছে। দল বদলে মোহনবাগান থেকে চেন্নাইয়িনে যোগ দেওয়ার পর প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন কিয়ান। তিনি জানিয়েছেন, দেশের জার্সিতে প্রথম বার খেলার ইচ্ছে রয়েছে ঠিকই। তবে সুযোগ না পেলেও অনুশীলন থেকে শিক্ষা নিতে চাইছেন।

Advertisement

সর্বভারতীয় ফুটবল সংস্থার ওয়েবসাইটে কিয়ান বলেছেন, “আমি এখানে ডাক পেয়ে খুশি। প্রথম বার জাতীয় শিবিরে এসেছি। নিজের নাম দেখে খুব ভাল লেগেছে। যদি কোচ মনে করেন মাঠে নামানোর সঠিক সময় হয়েছে, আমি তার জন্য তৈরি। তবে এ বার সেই মুহূর্ত না এলেও অসুবিধা নেই। দেশের সেরা ২৬ জন খেলোয়াড়ের সঙ্গে প্রস্তুতির সময়টা উপভোগ করতে চাই। কঠোর পরিশ্রম করলে আগামী দিনে ঠিকই সুযোগ মিলবে।”

জাতীয় শিবিরে প্রথম বার এলেও নাসিরির আশেপাশে অনেক চেনা মুখই রয়েছে। তিনি বলেছেন, “প্রথম বার শিবিরে এসে ভেবেছিলাম হয়তো খুব ভাল লাগবে না। দ্রুত বুঝতে পারলাম, অনায়াসে বাকিদের সঙ্গে মিশে যেতে পারছি। অন্য ক্লাবে যাদের শত্রু হিসাবে ভাবতাম তারাই এসে সাহায্য করছে। ভাবতেই পারিনি এমন হবে।”

প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরির পুত্র বছর তিনেক আগে আইএসএলের কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। এখনও বাবার সঙ্গে প্রতিনিয়ত তুলনা হয়। তবে কিয়ান তাতে পাত্তা দিতে চান না। বলেছেন, “অনেকেই বলে, আমার বাবা এই করেছে, ওই করেছে। তার কোনও প্রভাব আমার মধ্যে পড়ে না। আমি নিজের মতো খেলতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement