Mohun Bagan

জিতল মুম্বই, আরও চাপে মোহনবাগান, লিগ-শিল্ড জিততে কী করতে হবে সবুজ-মেরুনকে?

সোমবার মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি। মোহনবাগানের সমর্থকেরা চাইছিলেন, ম্যাচটা ড্র হোক। সেই আশা পূর্ণ হল না। লিগ-শিল্ড পেতে গেলে কী দরকার বাগানের?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ২২:৩৮
football

মোহনবাগান দল। ছবি: পিটিআই।

সোমবার মোহনবাগানের খেলা ছিল না। তবু অনেক মোহনবাগান সমর্থকদেরই চোখ ছিল টিভিতে। মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি। মোহনবাগানের সমর্থকেরা চাইছিলেন, ম্যাচটা ড্র হোক বা মুম্বই হারুক। সেই আশা পূর্ণ হল না। ওড়িশাকে ২-১ গোলে হারিয়ে আইএসএলের শীর্ষেই থাকল মুম্বই। যা পরিস্থিতি, তাতে পরের সোমবার মোহনবাগান এবং মুম্বই সিটির ম্যাচটাই হয়তো ‘ফাইনাল’ হতে চলেছে।

Advertisement

সোমবারের জয়ের পরে ২১ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ৪৭। মোহনবাগান দুইয়ে রয়েছে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে থাকা ওড়িশার ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট। তাদের আর লিগ-শিল্ড জেতার কোনও আশা নেই। এখন লড়াই স্রেফ মোহনবাগান এবং মুম্বইয়ের মধ্যেই।

তার আগে অনেক শর্ত পূরণ করতে হবে। যার প্রথম শর্ত, পরের দু’টি ম্যাচেই জিততে হবে মোহনবাগানকে। সবার আগে বৃহস্পতিবার বেঙ্গালুরুকে হারাতে হবে আন্তোনিয়ো হাবাসের দলকে। আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। প্রতিযোগিতার শেষ ম্যাচে তারা যদি মোহনবাগানকে বেগ দিতে পারেন, তা হলেই শেষ হয়ে যাবে সবুজ-মেরুনের স্বপ্ন। মোহনবাগানকে কোনও ভাবেই পরের ম্যাচে পয়েন্ট নষ্ট করা চলবে না।

মোহনবাগান যদি বৃহস্পতিবার বেঙ্গালুরুকে হারাতে পারে তা হলে তাদের ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে পরের সোমবার মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ হবে ‘ফাইনাল’। যদি মোহনবাগান জেতে, তা হলে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারাই লিগ-শিল্ড জিতবে। পয়েন্ট নষ্ট করলে আর কোনও সুযোগ থাকবে না।

আরও পড়ুন
Advertisement