Lionel Messi in Inter Miami

শেষ হচ্ছে মেসির চুক্তি, বেকহ্যামের মায়ামিতে কি পরের মরসুমেও খেলবেন লিয়ো

ইন্টার মায়ামির সঙ্গে লিয়োনেল মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার পথে। আমেরিকার ক্লাবের সঙ্গে কি চুক্তি বৃদ্ধি করবেন মেসি? না ক্লাব ছাড়বেন লিয়ো?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৮:০১
football

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

নতুন ক্লাবে গিয়ে সেই ক্লাবের ভাগ্য বদলে দিয়েছেন লিয়োনেল মেসি। যে দল এর আগে একদম শেষে থাকত, সেই দলই এখন আমেরিকার লিগ জয়ের বড় দাবিদার। ইতিমধ্যেই ইন্টার মায়ামিকে ক্লাবের প্রথম ট্রফি দিয়েছেন মেসি। সেই মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার পথে। ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে কি চুক্তি বৃদ্ধি করবেন মেসি? না ক্লাব ছাড়বেন লিয়ো?

Advertisement

২০২৩ সালের জুলাই মাসে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। ২০২৫ সালের জুলাইয়ে সেই চুক্তি শেষ হওয়ার কথা। জানা গিয়েছে, মেসিকে রাখতে মরিয়া মায়ামি। তাঁর সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে। ‘দ্য অ্যাথলেটিক’ ওয়েবসাইট জানিয়েছে, কয়েকটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সেটা চূড়ান্ত হয়ে গেলেই মেসি নতুন চুক্তিতে সই করবেন।

এই প্রসঙ্গে মায়ামির অন্যতম মালিক জর্জ মাস জানিয়েছেন, তাঁরা আশাবাদী মেসি ক্লাবেই থেকে যাবেন। জর্জ বলেন, “তারকারা সব এক জায়গা এসেছে। ক্লাব একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। মেসি থাকবে কি না সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। তবে আমার আশা, ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে মেসিই আমাদের দলকে নেতৃত্ব দেবে।” এখন চেস স্টেডিয়ামে খেলে ইন্টার মায়ামি। পরের বছর থেকে মায়ামি ফ্রিডম পার্কে খেলবে তারা। সেই মাঠে মেসিকে দেখা যাবে বলে আসা জর্জের।

জানা গিয়েছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মেসির চুক্তিবৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। এই মুহূর্তে ভাল ফর্মে রয়েছেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে দলকে তুলেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেস এফসিকে দু’পর্ব মিলিয়ে ৩-১২ গোলে হারিয়েছে মায়ামি। দ্বিতীয় পর্বে জোড়া গোল করেছেন মেসি। মায়ামির হয়ে ৪৮টি ম্যাচে ৪২টি গোল ও ২১টি অ্যাসিস্ট করেছেন তিনি। এই রকমের এক ফুটবলারকে ধরে রাখতে যে মায়ামি মরিয়ে হবে সেটাই স্বাভাবিক। এখন দেখার মেসি তাঁর ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেন।

Advertisement
আরও পড়ুন