East Bengal

East Bengal: ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে কাজ করবে ইস্টবেঙ্গল

দু’দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব যৌথ ভাবে কাজ করবে। ফুটবল পরিকাঠামোর উন্নতি, নতুন প্রতিভা খুঁজে আনার মাধ্যমে ফুটবলের সার্বিক উন্নয়নই লক্ষ্য।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ২০:৫১
বাংলাদেশে শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা।

বাংলাদেশে শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা। ছবি: টুইটার থেকে

এশিয়ার ফুটবলের উন্নয়নে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে ইস্টবেঙ্গল ক্লাব। শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছেন লাল-হলুদ কর্তারা।

দু’দলের কর্তাদের মধ্যে ফুটবলের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে। দু’দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব যৌথ ভাবে কাজ করবে বলে স্থির হয়েছে ওই বৈঠকে। ফুটবল পরিকাঠামোর উন্নতি, নতুন প্রতিভা খুঁজে আনার মাধ্যমে ফুটবলের সার্বিক উন্নয়নই লক্ষ্য বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সচিব রূপক সাহা।

Advertisement

আগামী দিনে পরিকল্পনা বাস্তবায়িত করতেও দুই বাংলার দু’ক্লাব একসঙ্গে পথ চলবে বলে আশাবাদী শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Advertisement