FIFA World Cup 2022

আশঙ্কা থেকে স্বপ্ন! বিশ্বকাপে আর খেলতে পারবেন না ভাবা নেমারের চোখে এখন ট্রফি

সোমবার রাতে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ভিনিসিয়স জুনিয়র গোল করেন ৭ মিনিটের মাথায়। ৪ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান নেমার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১২:০২
কোরিয়ার বিরুদ্ধে গোলের পর নেমারের উচ্ছ্বাস।

কোরিয়ার বিরুদ্ধে গোলের পর নেমারের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোলও করেছেন নেমার। কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এক সময় তাঁর মনে হয়েছিল যে বিশ্বকাপটাই হয়তো খেলা হবে না। এখন নেমারের স্বপ্ন ব্রাজিলকে ষষ্ঠ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা।

সোমবার রাতে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ভিনিসিয়স জুনিয়র গোল করেন ৭ মিনিটের মাথায়। ৪ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান নেমার। ২৯ মিনিটের মাথায় গোল করেন রিচার্লিসন। লুকাস পাকুয়েটা গোল করেন ৩৬ মিনিটের মাথায়। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ব্রাজিলের হাতে। নেমার বলেন, “ভয় লাগছিল। মনে হয়েছিল এ বারের বিশ্বকাপটাই খেলা হবে না। কিন্তু আমার বন্ধুরা, পরিবারের লোকজন আমার পাশে ছিল। যখন মনের জোর পেতাম না, তাঁদের থেকেই সেই জোরটা খুঁজে পেতাম।”

Advertisement

১২৩টি ম্যাচে ৭৬টি গোল করেছেন নেমার। ব্রাজিলের হয়ে সব থেকে বেশি গোল করার নজির রয়েছে পেলের। ৭৭টি গোল করেছেন তিনিও। নেমারের তাঁর থেকে একটি গোল কম। এই বিশ্বকাপেই পেলে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। নেমার বলেন, “এখন আমার গোড়ালিতে ব্যথা নেই। ভাল খেলেছি। তবে আরও ভাল করার জায়গা রয়েছে। আমরা সেই চেষ্টাটাই করব। আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছি। আর তিনটি ম্যাচ বাকি। বিশ্বকাপ জয়টাই এখন আমাদের লক্ষ্য। আশা করি ফাইনাল অবধি আমরা নাচতে পারব।”

কোরিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর নাচতে দেখা গিয়েছিল নেমারদের। প্রতিটা গোলের পরেই একেক রকম উদ্‌যাপন করার কথা বলেছিল ব্রাজিল। সেটাই দেখা যাচ্ছে এ বারের বিশ্বকাপে। ফাইনাল পর্যন্ত সেই নাচ নাচতে চাইছেন নেমাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement