ISL 2024-25

মনবীর ও আপুইয়াকে নিয়ে অস্বস্তি বাড়ছে মোহনবাগানে

শিলংয়ে গত ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলির দিন সকালেই চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন মনবীর। জানা গিয়েছিল, অনুশীলনের সময় কোমরে আঘাত পেয়েছিলেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ০৭:৪১
মনবীর সিংহ।

মনবীর সিংহ। —ফাইল চিত্র।

আইএসএলের সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে কি খেলতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের মনবীর সিংহ ও আপুইয়া? ম্যাচের চার দিন আগে দুই তারকাকে নিয়ে অস্বস্তি বাড়ল। সোমবার বিকেলে দলের সঙ্গে অনুশীলনই করলেন না মনবীর। আর এক তারকা আপুইয়া প্রস্তুতিতে যোগ দিলেও মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে যান।

Advertisement

শিলংয়ে গত ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলির দিন সকালেই চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন মনবীর। জানা গিয়েছিল, অনুশীলনের সময় কোমরে আঘাত পেয়েছিলেন তিনি। আপুইয়া চোট পান বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। শিলং থেকে ফিরে দুই তারকা অনুশীলনেও যোগ দিয়েছেন। গত তিন দিন মনবীর পুরোদমেই অনুশীলন করেন। কিন্তু সোমবার ফের কোমরে ব্যথা অনুভব করায় তাঁকে বিশ্রাম দেন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। ফলে আগামী ৩ এপ্রিল জামশেদপুরে খালিদ জামিলের দলের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম পর্বে মনবীর ও আপুইয়ার খেলা নিয়ে সংশয় বাড়ছে। মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট অবশ্য আশাবাদী। কারণ, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগে তিন দিন অনুশীলনের সুযোগ রয়েছে মোহনবাগানের। তাই এখনই মনবীর ও আপুইয়াকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ মলিনা।

মনবীর ও আপুইয়া যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন বিকল্প কে হবেন? সোমবার ইদের বিকেলে যুবভারতীতে মনবীরের জায়গায় সাহাল আব্দুল সামাদকে দেখে নিলেন মলিনা। আপুইয়ার বিকল্প হিসেবে তাঁর ভাবনায় রয়েছে অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরি।

আইএসএলে এই মরসুমে জামশেদপুরের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ জিতেছিল মোহনবাগান। কিন্তু দ্বিতীয় পর্বের দ্বৈরথে ২৫ মিনিটে শুভাশিস বসুর গোলে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছিল। রক্ষণের ভুলে ৬০ মিনিটে ১-১ করেছিলেন জামশেদপুরের ডিফেন্ডার স্টিভন এজ়ে। ম্যাচের পরে হতাশ মলিনা বলেছিলেন, ‘‘আমাদের আক্রমণের ঝাঁঝ দ্বিতীয়ার্ধে তুলনায় অনেক কম ছিল। গোলের অসংখ্য সুযোগও হাতছাড়া করেছি আমরা।”

মোহনবাগানের বিরুদ্ধে লিগে দ্বিতীয় পর্বের ম্যাচে জামশেদপুরের লক্ষ্যই ছিল রক্ষণ মজবুত করে খেলা। সবুজ-মেরুন শিবিরের ধারণা আগামী বৃহস্পতিবারও খালিদ জামিলের একই রণকৌশলকে অস্ত্র করবেন। কারণ, প্লে-অফে নর্থ ইস্টের বিরুদ্ধেও জামশেদপুর রক্ষণ শক্তিশালী করে খেলেছিল। বিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে সেট-পিস থেকে গোল করার মহড়াতেই বেশি জোর দিয়েছেন মলিনা। এ দিকে, ম্যাসিওর সুভাষ মান্নাকে বাইক উপহার দিলেন মোহনবাগানের ফুটবলাররা।

Advertisement
আরও পড়ুন