Cristiano Ronaldo

নিজের দলকে জিতিয়ে বিপক্ষ দলের উৎসব থামিয়ে দিলেন রোনাল্ডো

নিজের দল ট্রফি জেতার দৌড়ে একটু পিছিয়ে। সৌদি প্রো লিগে সেই আল নাসেরকে জিতিয়ে শত্রু দল আল ইত্তিহাদের ট্রফিজয়ের উৎসব আপাতত থামিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৬:৩১
cristiano ronaldo

৫৯ মিনিটে বাঁকানো শটে গোল করেন রোনাল্ডো। সতীর্থরা এসে জড়িয়ে ধরেন তাঁকে। ছবি: টুইটার

নিজের দল ট্রফি জেতার দৌড়ে একটু পিছিয়ে। সৌদি প্রো লিগে সেই আল নাসেরকে জিতিয়ে শত্রু দল আল ইত্তিহাদের ট্রফিজয়ের উৎসব আপাতত থামিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার পিছিয়ে পড়েও আল শাবাবকে ৩-২ গোলে হারাল আল নাসের।

মঙ্গলবার ম্যাচে আল ইত্তিহাদ ১-০ গোলে হারিয়েছে আল বাইনকে। অন্য ম্যাচে আল নাসের পয়েন্ট খোয়ালেই ট্রফি জিতত তারা। কিন্তু রোনাল্ডোর সৌজন্যে সেই স্বপ্ন পূরণ হয়নি। ২৮ ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৬৬। সমসংখ্যক ম্যাচে রোনাল্ডোর দল তিন পয়েন্ট পিছিয়ে। আল ইত্তিহাদ বাকি দুটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলে এবং আল নাসের জিতলে রোনাল্ডোরাই ট্রফি জিতবেন।

Advertisement

আল নাসেরের শুরুটা খারাপ হয়েছিল। প্রথমার্ধে আল ইত্তিহাদের ক্রিশ্চিয়ানো গুয়াঙ্কার জোড়া গোলে পিছিয়ে পড়ে আল নাসের। বিরতির আগে একটি গোল শোধ করেন ব্রাজিলের ট্যালিস্কা। বিরতির ছ’মিনিট পরে আব্দেল রহমান ঘারিব সমতা ফেরান। ৫৯ মিনিটে বাঁকানো শটে গোল করেন রোনাল্ডো। সতীর্থরা এসে জড়িয়ে ধরেন তাঁকে।

পরে রোনাল্ডো বলেন, “অসাধারণ খেলেছে গোটা দল। ০-২ পিছিয়ে পড়ার পর প্রত্যাবর্তন খুবই কঠিন। কিন্তু আমরা নিজেদের উপর বিশ্বাস রাখার কারণেই তিনটে গোল করেছি।”

Advertisement
আরও পড়ুন