ডিসেম্বরেও রোনাল্ডোকে মাদ্রিদের এই রেস্তরাঁতেই দেখা গিয়েছিল। —ফাইল চিত্র
মাদ্রিদের এক রেস্তরাঁয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। দু’জনকে দেখা গেল সীমিত এডিশনের একটি বুগাটি গাড়িতে। যে গাড়ির দাম প্রায় ৭২ কোটি টাকা। গত বছর ডিসেম্বরেও রোনাল্ডোকে মাদ্রিদের এই রেস্তরাঁতেই দেখা গিয়েছিল। সেই সময় ছুটি কাটাচ্ছিলেন তিনি। এ বার মরসুমের মাঝেই হঠাৎ মাদ্রিদে রোনাল্ডো।
ডিসেম্বরে বিশ্বকাপের পর কিছুটা ছুটি পেয়েছিলেন রোনাল্ডো। সেই সময় গিয়েছিলেন মাদ্রিদে। জল্পনা শুরু হয়েছিল তাঁর রিয়াল মাদ্রিদে ফেরা নিয়েও। পরে যদিও জানা যায় সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন তিনি। সেই দলের হয়ে রোনাল্ডোর পরের ম্যাচ ৫ এপ্রিল। তার আগে কিছুটা সময় পেয়েছেন তিনি। সেটা কাজে লাগিয়েই মাদ্রিদে ছুটি কাটাতে চলে গিয়েছেন রোনাল্ডো।
বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে হেরে বিদায় নেওয়ার পর আবার দেশের জার্সিতে ফিরেছেন রোনাল্ডো। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে পর্তুগালের জার্সিতে দু’টি ম্যাচ খেলেছেন তিনি। গোলও করেছেন। লুক্সেমবার্গের বিরুদ্ধে দু’টি গোল করেন রোনাল্ডো। তার আগের ম্যাচেও দু’টি গোল করেছিলেন। ছেলেদের মধ্যে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও এখন তাঁর দখলে।
২০১৬ সালে ইউরো কাপ জিতেছিল রোনাল্ডোর পর্তুগাল। আরও এক বার ইউরো কাপ খেলতে পারেন তিনি। চেষ্টা করবেন সেই প্রতিযোগিতা জিতে শেষ করতে।