EPL 2024-25

ইপিএলে পয়েন্ট নষ্ট করল চেলসি, নিউক্যাসলের কাছে হার টটেনহ্যামের

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করল চেলসি। রবিবার এগিয়ে গিয়েও ১-১ ড্র করল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। অন্য ম্যাচে, নিউক্যাসলের কাছে হেরে গেল টটেনহ্যাম হটস্পার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৮
football

ড্রয়ের পর হতাশ চেলসির ফুটবলারেরা। ছবি: রয়টার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট নষ্ট করল চেলসি। রবিবার এগিয়ে গিয়েও ১-১ ড্র করল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। অন্য ম্যাচে, নিউক্যাসলের কাছে হেরে গেল টটেনহ্যাম হটস্পার।

Advertisement

ইপিএলের প্রথম ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরেছিল চেলসি। দ্বিতীয় ম্যাচে উলভ্সকে হারিয়েছিল ৬-২ গোলে। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে দলের জয় দেখতে স্ট্যামফোর্ড ব্রিজে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা। তাঁদের হতাশই হতে হল।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দেওয়া নতুন ফুটবলার জেডন স্যাঞ্চো এ দিন দর্শকাসনে ছিলেন। তাঁর সামনে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। নোনি মাদুয়েকে পাস দেন কোল পামারকে। সেখান থেকে বল পেয়ে গোল করেন নিকোলাস জ্যাকসন। সেই লিড ধরে রাখতে পারেনি চেলসি। দ্বিতীয়ার্ধে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে গোল করেন এবেরেচি ইজে। শেষের দিকে জ্যাকসন একটি সহজ সুযোগ নষ্ট না করলে চেলসি জিততেও পারত।

একই সময়ে সেন্ট জেমস পার্কে শুরু হয়েছিল নিউক্যাসল-টটেনহ্যাম ম্যাচ। ৩৭ মিনিটে এগিয়ে গিয়েছিল নিউক্যাসল। লয়েড কেলির থেকে পাস পেয়ে ভলিতে গোল করেন হার্ভে বার্নস। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় টটেনহ্যাম। ব্রেনান জনসনের পাস নিক পোপকে এড়িয়ে গেলেও তা নিউক্যাসলের ড্যান বার্নের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ৭৮ মিনিটে নিউক্যাসলের জোয়েলিনটনের পাস পেয়ে জ্যাকব মার্ফি তা বাড়িয়ে দেন আলেকজ়ান্ডার ইসাকের উদ্দেশে। ইসাক গোল করতে ভুল করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement