Red Card

৯ সেকেন্ডেই লাল কার্ড! ব্রাজিলের ক্লাবের বিরুদ্ধে ১০ জনে খেলে হার বোকা জুনিয়র্সের

কোপা সুদামেরিকানা কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ক্রুজ়েইরোর মুখোমুখি হয়েছিল মারাদোনার ক্লাব বোকা জুনিয়র্স। খেলার শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাদের এক ডিফেন্ডারকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ২১:১৩
Picture of Red Card

—প্রতীকী চিত্র।

কোপা সুদামেরিকানার ম্যাচে ব্রাজিলের ক্রুজ়েইরোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। ম্যাচ শুরু হতেই ৯ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার ক্লাবটির ডিফেন্ডার লুইস অ্যাডভিনকুলাকে।

Advertisement

প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের প্রথমেই অ্যাডভিনকুলাকে লাল কার্ড দেখানোয় গোটা ম্যাচ ১০ জনে খেলতে হয় বোকা জুনিয়র্সকে। নির্ধারিত সময় ২-১ ব্যবধানে জেতে ক্রুজ়েইরো। তবে প্রথম লেগের ম্যাচে বোকা জুনিয়র্স ১-০ ব্যবধানে জিতে থাকায় টাইব্রেকার হয়। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিলের ক্লাবটি। তারা চলে যায় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।

অ্যাডভিনকুলা পেরুর ফুটবলার। ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে ক্রুজ়েইরো। ব্রাজিলের ক্লাবটির স্ট্রাইকার লুকাস রোমেরোকে ট্যাকস করার চেষ্টা করেন রাইট ব্যাক অ্যাডভিনকুলা। তা করতে গিয়ে ডান পা দিয়ে রোমেরোর গোড়ালি চেপে দেন তিনি। গুরুতর চোট পেতে পারলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। কাছেই ছিলেন অভিজ্ঞ রেফারি উইলমার রোল্ডান। তিনি সময় নষ্ট না করে সরাসরি লাল কার্ড দেখান ৩৪ বছরের পেরুর ফুটবলারকে। বোকা জুনিয়র্সের অন্য ফুটবলারেরা রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও লাভ হয়নি। রেফারির সিদ্ধান্তে হতবাক অ্যাডভিনকুলাকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। গোটা ম্যাচ তাঁর দলকে ১০ জনে খেলতে হয়।

কোপা সুদামেরিকানা কাপের কোয়ার্টার ফাইনালে ক্রুজ়েইরোকে খেলতে হবে প্যারাগুয়ের লিবারতাদের বিরুদ্ধে। উল্লেখ্য, বোকা জুনিয়র্স থেকেই উঠে এসেছিলেন দিয়েগো মারাদোনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement