Eoin Morgan

T20 Cricket World Cup: দলের জন্য নিজেকে বাদ দেওয়ার ইঙ্গিত অধিনায়ক মর্গ্যানের

চলত বছরে শেষ সাতটি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে মাত্র ৮২ রান করেছেন মর্গ্যান। সদ্য সমাপ্ত আইপিএলে কেকেআর অধিনায়ক ১৩৩ রান করেছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ০৬:৪৬
অইন মর্গ্যান

অইন মর্গ্যান ফাইল চিত্র।

ইংল্যান্ডের অধিনায়ক তিনি। কিন্তু ছন্দে না ফিরতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়েও নিতে পারেন অইন মর্গ্যান! দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ৩৫ বছর বয়সি বাঁ-হাতি ক্রিকেটার।

চলত বছরে শেষ সাতটি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে মাত্র ৮২ রান করেছেন মর্গ্যান। সদ্য সমাপ্ত আইপিএলে কেকেআর অধিনায়ক ১৩৩ রান করেছেন। গড় ১১.০৮। তা নিয়ে প্রবল সমালোচিতও হয়েছেন। ছন্দে থাকা মর্গ্যান ছিলেন বোলারদের আতঙ্ক। বিধ্বংসী ব্যাটিং করে দ্রুত দলের রানের বাড়িয়ে নিতেন। ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৩৮.২৫। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মর্গ্যান নিজেকেই দল থেকে বসানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘বিকল্প পরিকল্পনা সব সময়ই তৈরি আছে। বিশ্বকাপ জেতার পথে আমি কখনওই দলের অন্তরায় হয়ে দাঁড়াব না।’’

Advertisement

মর্গ্যানের অধিনায়কত্বেই দু’বছর আগে ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে আমি প্রত্যাশিত ছন্দে নেই। রান না পেলেও অধিনায়কত্ব ভাল করছি বলেই মনে করি।’’ এর পরেই যোগ করেছেন, ‘‘ব্যাটিং ও অধিনায়কত্ব, দু’টিই আমি সামলেছি। কারণ, বরাবরই এই দু’টিকে আলাদা পরীক্ষা হিসাবে দেখেছি।’’ আরও বলেছেন, ‘‘আমি বোলার নই। বয়স বেড়ে যাওয়ার কারণে মাঠে সে ভাবে অবদান হয়তো রাখতে পারিনি। তবে অধিনায়কত্ব আমি উপভোগ করি।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গত সোমবার ভারতের বিরুদ্ধে খেলেননি মর্গ্যান। সাত উইকেটে ম্যাচটি জিতেছিলেন বিরাট কোহালিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী শনিবার দুবাইয়ে। তিনি বলেছেন, ‘‘ব্যাটিং নিয়ে সমস্যায় এর আগেও বহুবার পড়েছি। এবং তা থেকে বেরিয়েও এসেছি। এই কারণেই আমি আজ এখানে।’’ যোগ করেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন ও যেখানে আমি ব্যাট করি, সেখানে আমাকে সবসময় ঝুঁকিপূর্ণ পথই বেছে নিতে হবে। আমি তা মেনেও নিয়েছি।’’ আরও বলেছেন, ‘‘দল যদি নির্দেশ দেয় ঝুঁকি নেওয়ার, তা হলে সেটাই আমি পালন করব। দল না চাইলে করব না।’’

পাঁচ বছর আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ধ্বংস করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই যন্ত্রণা এখনও ভুলতে পারেননি মর্গ্যান।

আরও পড়ুন
Advertisement