India Vs West Indies

কে নামবেন ব্যাট করতে? সিদ্ধান্তই নিতে পারছিল না ভারত, ব্যাটিং অর্ডারে হস্তক্ষেপ আম্পায়ারের

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডার নিয়ে গন্ডগোল করে ফেলল ভারত। পরিকল্পনার অভাব দেখা গেল তাদের মধ্যে। চহালকে আগে নামিয়েই কি ডুবল ভারত?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৫:১১
Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১০ রান। প্রথম বলেই কুলদীপ যাদব আউট হয়ে গিয়েছিলেন। তখন ভারতের হয়ে কে ব্যাট করতে নামবেন সেই নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। যুজবেন্দ্র চহাল ব্যাট, প্যাড পরে মাঠে নেমে পড়েছিলেন। হঠাৎ দেখা গিয়েছিল, তাঁকে ডাগ আউট থেকে ডাকছেন সতীর্থেরা। মুকেশ কুমারও তৈরি হয়ে গিয়েছিলেন নামার জন্য। তিনি ব্যাট হাতে বাউন্ডারিতে দাঁড়িয়ে ছিলেন। সেই দেখে চহাল আবার ফিরে যাচ্ছিলেন। আটকে দিলেন আম্পায়ার।

Advertisement

বৃহস্পতিবার এমনই ঘটল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের শেষ ওভারে। ভারতের তখন আট উইকেট পড়ে গিয়েছিল। আরশদীপ সিংহ ক্রিজে ছিলেন। উল্টো দিকে কে নামবেন তাই নিয়েই পরিকল্পনাহীন দেখাল ভারতকে। ফলে যা হওয়ার তাই হয়েছিল। ভারত চার রানে ম্যাচ হেরে যায়। ব্যাট হাতে চহালের থেকে মুকেশের উপর বেশি ভরসা করছিল দল। কিন্তু কোনও কারণে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় চহাল নেমে পড়েছিলেন ব্যাট করতে। ভুল হচ্ছে বুঝতে পেরে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল ভারত। কিন্তু এ ভাবে এক জন ব্যাটার মাঠে নেমে নিজের বা দলের ইচ্ছা মতো উঠে যেতে পারেন না। আম্পায়ারের হস্তক্ষেপে চহালকেই ব্যাট করতে হয়েছিল। একটিই বল খেলেছিলেন চহাল। রান নিয়ে আরশদীপকে স্ট্রাইক দিয়ে দিয়েছিলেন।

ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় ১৫০ রানের লক্ষ্যও কঠিন হয়ে গিয়েছিল। অভিষেককারী তিলক বর্মা ৩৯ রান করেন। সেটাই দলের হয়ে সব থেকে বেশি রানের ইনিংস। কিন্তু শুভমন গিল, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের কেউই বড় রান করতে পারেননি। ক্যারিবিয়ান বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ১৪৫ রানেই থেমে যায় ভারতের ইনিংস। প্রথম ম্যাচ হেরে ০-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে পিছিয়ে পড়ে ভারত।

Advertisement
আরও পড়ুন