Rohit Sharma

‘আমি কোচ হলে ২০ কিমি দৌড় করাতাম’, রোহিতকে নিয়ে পড়লেন যুবরাজের বাবা

এ বার যোগরাজ সিংহের নজর রোহিত শর্মার উপর। ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিলোমিটার দৌড় করাতেন বলে হুমকি যুবরাজ সিংহের বাবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ফর্মে ছিলেন না রোহিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২২:০৮
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

যোগরাজ সিংহের হুঙ্কার। প্রাক্তন এই ক্রিকেটার মাঝেমধ্যেই আওয়াজ তোলেন বিভিন্ন বিষয়ে। এ বার তাঁর নজর রোহিত শর্মার উপর। ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিলোমিটার দৌড় করাতেন বলে হুমকি যুবরাজ সিংহের বাবার।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ফর্মে ছিলেন না রোহিত। রান পাননি বিরাট কোহলিও। তাঁদের বাদ দেওয়ার দাবি তোলা হচ্ছিল। যা মেনে নিতে পারছেন না যোগরাজ। তিনি বলেন, “আমাকে ভারতের কোচ করা হলে, এই ক্রিকেটারদের ব্যবহার করেই দলটাকে আগামী কয়েক বছরের জন্য অপ্রতিরোধ্য করে দেব। লোকে সব সময় তৈরি রোহিত এবং কোহলিকে বাদ দেওয়ার জন্য। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সন্তানের মতো ব্যবহার করব ওদের সঙ্গে। বলব, আমি তোমাদের সঙ্গে আছি। রঞ্জি খেলো। রোহিতকে ২০ কিলোমিটার দৌড়তে বলব। এগুলো কেউ করে না। রোহিত, কোহলি এক এক জন হিরে। ওদের ফেলে দেওয়া যাবে না। আমি ওদের পিতার মতো পাশে থাকব।”

এর আগে পাকিস্তানের কোচ হতে চেয়েছিলেন যোগরাজ। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো প্রাক্তন ক্রিকেটারেরা দলের কোচ থেকে শুরু করে ক্রিকেটার— সকলের সমালোচনা করেছেন। এই পরিস্থিতিতে যোগরাজ জানিয়েছেন, আক্রমরা সমালোচনা করলেও দলের হাল ধরতে চাইছেন না। এই পরিস্থিতিতে তিনি এগিয়ে গিয়েছেন। যোগরাজ বলেন, “ওয়াসিমজি (আক্রম), আপনি কী করছেন? ধারাভাষ্য দিয়ে টাকা রোজগার করছেন। দেশে গিয়ে এই ক্রিকেটারদের নিয়ে শিবির করুন। ওদের শেখান। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে পারবে।” তার পরেই নিজের কথা বলেন যুবরাজের পিতা। তিনি বলেন, “আমি যাচ্ছি। আমি পাকিস্তানের কোচ হতে চাই। এক বছরের মধ্যে দলকে দাঁড় করিয়ে দেব। আপনারা শুধু দেখবেন।”

যোগরাজকে নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। তিনি মহেন্দ্র সিংহ ধোনির সমালোচনা করেছিলেন। সেই সময় যোগরাজের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করেছিলেন যুবরাজ। তিনি বলেন, “আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে। বাবা স্বীকার করতে চায় না। কিন্তু ওর উচিত এই বিষয়ে কথা বলা। ও স্বীকার না করলেও এটাই সত্যি।”

Advertisement
আরও পড়ুন