Andrew Symonds

Andrew Symonds: সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে বিপক্ষ

সাইমন্ডস নেই, বিশ্বাসই করতে পারছেন না তাঁর এক সময়ের সতীর্থরা। অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিং বাকরুদ্ধ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ০৭:১১
অ্যান্ড্রু সাইমন্ডস

অ্যান্ড্রু সাইমন্ডস ফাইল চিত্র

গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব।

সাইমন্ডস নেই, বিশ্বাসই করতে পারছেন না তাঁর এক সময়ের সতীর্থরা। অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিং বাকরুদ্ধ। টুইটারে তাঁরা প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

সাইমন্ডসের বিরুদ্ধে যাঁরা খেলেছেন সেই শোয়েব আখতার, ভিভিএস লক্ষ্মণ, মাইকেল ভনও প্রতিক্রিয়া জানিয়েছেন।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

Advertisement
আরও পড়ুন