BCCI

কবে থেকে শুরু নতুন আইপিএল? বিশ্বকাপের মাঝেই দিন ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের

বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও ঘরোয়া ক্রিকেট নিয়ে সক্রিয় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আগামী প্রতিযোগিতাগুলি নিয়ে চলছে সিদ্ধান্ত গ্রহণের কাজ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৭:৫১
picture of Jay Shah

মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু দিন জানিয়ে দিলেন জয় শাহরা। —ফাইল চিত্র।

এক দিনের বিশ্বকাপ নিয়ে মেতে রয়েছেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া প্রতিযোগিতাগুলিও আয়োজন করছে নির্ধারিত সূচি অনুযায়ী। আগামী প্রতিযোগিতাগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজও থেমে নেই।

Advertisement

নতুন আইপিএল শুরুর দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন আইপিএল অর্থাৎ মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর দিন ঘোষণা হল বিশ্বকাপের মাঝে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের ২০ ওভারের ক্রিকেটের প্রতিযোগিতা। এ বারের প্রতিযোগিতা হবে আইপিএলের ধাঁচে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে লিগ পর্বে খেলবেন হরমনপ্রীত, মন্ধানারা। যদিও কিছুটা পার্থক্য থাকছে।

চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হলেও খেলাগুলি হবে আসলে দু’টি শহরে। বেঙ্গালুরু এবং মুম্বইয়ে হবে ২০২৪ সালের প্রতিযোগিতাগুলির সব ম্যাচ। প্রথম শহরে সব দলগুলি কিছু ম্যাচ খেলার পর দ্বিতীয় শহরে বাকি ম্যাচগুলি খেলবে। নতুন ক্রিকেটার নিতে পারবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ি। আগামী ডিসেম্বরে হবে নিলাম।

প্রথম বছর প্রতিযোগিতার সব ম্যাচ হয়েছিল মুম্বইয়ে। গত ৪ মার্চ থেকে ২৬ মার্চ হয়েছিল মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগ। প্রথম বার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
আরও পড়ুন