Hardik Pandya

বড় চিন্তা রোহিতদের, শুধু প্রাথমিক পর্ব নয়, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক, কেন?

প্রথমে জানা গিয়েছিল, হার্দিক পাণ্ড্যের চোট গুরুতর নয়। দ্রুত মাঠে ফিরবেন তিনি। কিন্তু পরে জানা গিয়েছে, বড় চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার। তাঁর বিশ্বকাপ অনিশ্চিত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৫:৩৩
Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র

প্রথমে জানা গিয়েছিল, গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন হার্দিক পাণ্ড্য। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, বড় কোনও চোট পাননি হার্দিক। দ্রুত দলে ফিরবেন। কিন্তু পরে জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর। তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। তাই গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই গোটা বিশ্বকাপটাই যেতে পারে ভারতীয় অলরাউন্ডারের।

Advertisement

এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘‘নীতিন পটেলের নেতৃত্বে একটি মেডিক্যাল দল হার্দিকের চোট খতিয়ে দেখছে। প্রথমে যেমন মনে হয়েছিল তার থেকে চোট গুরুতর। দেখে মনে হচ্ছে ওর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। সারতে অন্তত দু’সপ্তাহ লাগবে।’’

হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে মাঠে নামতে দেওয়া হবে না। ওই আধিকারিক আরও বলেন, ‘‘পুরো সুস্থ না হলে হার্দিককে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়া হবে না। ভারতীয় দলের সঙ্গে ক্রমাগত কথা হচ্ছে। চিকিৎসকেরা হার্দিককে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে।’’

বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে হার্দিক খেলতে পারবেন কি না তা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হার্দিকের চোট খতিয়ে দেখে তার পরে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। ওই আধিকারিক বলেন, ‘‘হার্দিকের শারীরিক গঠনের জন্য অন্যদের থেকে সুস্থ হতে ওর সময় বেশি লাগে। তাই চলতি বিশ্বকাপে ও খেলতে পারবে কি না সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে। সব দিক খতিয়ে দেখে তবেই কোনও সিদ্ধান্ত নেবে চিকিৎসকেরা। জোর করে কাউকে খেলানো হবে না। যদি হার্দিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে তবেই ও খেলবে। নইলে নয়।’’

গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে গিয়েছিলেন তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লেগেছিল ভারতীয় অলরাউন্ডারের। ওই ম্যাচে আর বল করতে পারেননি তিনি। সেই সময় ওভারের তিনটি বল বাকি ছিল। বিরাট কোহলি ওই তিনটি বল করেছিলেন। তার পর থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

আরও পড়ুন
Advertisement