IPL 2025 Auction

২৭ কোটিতে পন্থ লখনউয়ে, কিন্তু পাবেন ১৭ কোটি, কোথায় যাবে ১০ কোটি?

ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এই পুরো টাকা পাবেন না ভারতীয় উইকেটরক্ষক। ভারত সরকারের নিয়ম অনুযায়ী কর দিতে হবে তাঁকে। আয়কর হিসাবে প্রায় ১০ কোটি টাকা কাটা যাবে পন্থের। শেষ পর্যন্ত কত টাকা পাবেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৪:৫০
Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এই পুরো টাকা পাবেন না ভারতীয় উইকেটরক্ষক। ভারত সরকারের নিয়ম অনুযায়ী কর দিতে হবে তাঁকে। আয়কর হিসাবে প্রায় ১০ কোটি টাকা কাটা যাবে পন্থের। শেষ পর্যন্ত কত টাকা পাবেন তিনি?

Advertisement

নিলামে পন্থকে নেওয়ার জন্য লড়াই হয় বেশ কিছু দলের মধ্যে। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাঁকে আরটিএম কার্ড ব্যবহার করে নিতে চায়। কিন্তু লখনউ ২৭ কোটি দাম দিতে চাওয়ায় আর রাখতে পারেনি দিল্লি। কিন্তু এই ২৭ কোটি টাকার পুরোটা পাবেন না পন্থ। তাঁকে কর বাবদ প্রায় ১০ কোটি টাকা দিতে হবে।

নিয়ম অনুযায়ী কোনও ভারতীয় ব্যক্তির আয় যদি ২৭ কোটি টাকা হয়, তা হলে তাঁকে ৩০ শতাংশ টাকা কর দিতে হবে। তবে পুরো ২৭ কোটির ৩০ শতাংশ নয়, তিন ভাগে কাটা হবে টাকা। একটি ভাগে ৫ শতাংশ, একটি ভাগের ২০ শতাংশ এবং বাকি অর্থের ৩০ শতাংশ কাটা হবে। তাতে পন্থকে ৮ কোটি ৯ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা কর বাবদ দিতে হবে। সেই সঙ্গে সেস দিতে হবে ৪ শতাংশ। ফলে আরও ৩২ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা দিতে হবে পন্থকে। যে হেতু পন্থের আয় এক কোটি টাকার বেশি, তাই দিতে হবে ১৫ শতাংশ সারচার্জও। যার পরিমাণ হবে ১ কোটি ২৬ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। অর্থাৎ, আইপিএলের নিলামে পন্থ ২৭ কোটি আয় করলেও কর বাবদ মোট ৯ কোটি ৬৮ লক্ষ ৩১ হাজার ১৫০ টাকা কেটে নেবে সরকার। ফলে ভারতীয় উইকেটরক্ষক পাবেন ১৭ কোটি ৩২ লক্ষ টাকা।

Advertisement
আরও পড়ুন