Virat Kohli

ধোনির সুর কোহলির গলাতেও, নিজের পুরস্কার সতীর্থকে দিতে চাইলেন, চর্চা বিরাটের উচ্ছ্বাসের ধরন নিয়ে

লখনউকে হারানোর পর ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনি অবাক হয়ে জানিয়েছিলেন, সেই পুরস্কার নুর আহমেদের প্রাপ্য। রবিবার পঞ্জাবের বিরুদ্ধে বেঙ্গালুরুকে জেতানোর পর বিরাট কোহলির গলাতেও একই সুর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২২:৫৩
cricket

কোহলির সেই উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

লখনউকে হারানোর পর ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনি অবাক হয়ে জানিয়েছিলেন, সেই পুরস্কার নুর আহমেদের প্রাপ্য। রবিবার পঞ্জাবের বিরুদ্ধে বেঙ্গালুরুকে জেতানোর পর বিরাট কোহলির গলাতেও একই সুর। তিনিও ম্যাচ সেরার পুরস্কার দিতে চাইলেন সতীর্থকে। তবে ম্যাচের শেষে চর্চা শুরু হয়েছে বিরাটের উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়ে।

Advertisement

ঘরের মাঠে পঞ্জাবের কাছে হারলেও ৪৮ ঘণ্টারও কম সময়ে সেই পঞ্জাবের মাঠেই জিতেছে বেঙ্গালুরু। ৫৪ বলে ৭৩ করে অপরাজিত ছিলেন কোহলি। তবে ম্যাচের সেরার পুরস্কার দিতে চাইলেন দেবদত্ত পাড়িক্কলকে (৬১)।

কোহলি বলেছেন, “আমার মনে হয় দেবই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। এই পুরস্কার ওরই পাওয়ার কথা। জানি না আমি কেন পেলাম। আমি দরকারে রানের গতি বাড়াতে পারি। তবে বাকি ক্রিকেটারদের শক্তিটাও আমাকে জানতে হবে। একটা দিক আমি ধরে রাখলেই ম্যাচ আমাদের দিকে ঘুরে যাচ্ছে।”

কোহলির সংযোজন, “আজ দেবের সঙ্গে শুরুটা ভালই হয়েছিল। কখনও দেব, কখনও রজত আমার সঙ্গে খেলে। একই ভঙ্গিতে খেলে যাওয়ার ব্যাপারটা সব সময় মাথায় থাকে। আমরা জানি টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করার সময় একটা জুটিই যথেষ্ট। দরকার হলে আমি চালিয়ে খেলতে পারি।”

কোহলির মতে, আইপিএলের মহা নিলামটা দারুণ গিয়েছে তাদের। দলে অনেকটাই ভারসাম্য এসেছে। তিনি বলেছেন, “যে দল চেয়েছিলাম সেটাই পেয়েছি। দলের মালিকেরা জানতেন ঠিক কাদের আমরা চাই। আগের মরসুমে এগুলোই হচ্ছিল না। এ বার সব ঠিকঠাক চলেছে। আমাদের খেলা দেখেই সেটা বোঝা যাচ্ছে।”

এ দিকে, নেহাল ওয়াধেরাকে ছয় মেরে বেঙ্গালুরুকে জেতান জিতেশ শর্মা। শটটি মাঠের বাইরে যাচ্ছে দেখেই পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ারকে উদ্দেশ্য করে হাত ঝাঁকাতে থাকেন। কোহলির উচ্ছ্বাস দেখে হেসে ফেলেন শ্রেয়স। কাছে গিয়ে কোহলির সঙ্গে হাত মেলান। কোহলিও তাঁকে জড়িয়ে ধরেন। তবে কেন ও ভাবে কোহলি উচ্ছ্বাস করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন