Virat Kohli

বিরাট নজির কোহলির! ছাপিয়ে গেলেন কোচ দ্রাবিড়কে, সামনে শুধুই সচিন তেন্ডুলকর

আন্তর্জাতিক ক্রিকেটে রানের তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। তিনি টপকে গিয়েছেন রাহুল দ্রাবিড়কে। এখন তাঁর সামনে শুধুই সচিন তেন্ডুলকর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১০:০৩
আরও একটি নজির গড়লেন বিরাট কোহলি।

আরও একটি নজির গড়লেন বিরাট কোহলি। —ফাইল চিত্র

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে বড় নজির গড়লেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিনি। ছাপিয়ে গেলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। কোহলির সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে ৪৮ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে দ্রাবিড়কে টপকেছেন কোহলি। এখন দ্রাবিড়ের থেকে ১৪ রান বেশি তাঁর। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭১ ম্যাচে ২৪,০৭৮ রান কোহলির। গড় ৫৩.৬২। ৭১টি শতরান করেছেন তিনি। অন্য দিকে দ্রাবিড়ের রান ৫০৪ ম্যাচে ২৪,০৬৪। তাঁর গড় ৪৫.৫৭। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান রয়েছে দ্রাবিড়ের।

Advertisement

তালিকায় সব থেকে উপরে সচিন। ৬৬৪ ম্যাচে তাঁর রান ৩৪,৩৫৭। গড় ৪৮.৫২। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান রয়েছে সচিনের। অর্থাৎ, দ্রাবিড়কে টপকে গেলেও সচিনকে টপকানো সহজ হবে না কোহলির পক্ষে। শুধু রানের তালিকাতেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকাতেও সচিনের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে রানের তালিকায় চার নম্বরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪২১ ম্যাচে তাঁর রান ১৮,৪৩৩। গড় ৪১.৪২। ৩৮টি শতরান রয়েছে তাঁর। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৫৩৫ ম্যাচে ৪৪.৭৪ গড়ে ১৭,০৯২ রান করেছেন তিনি। ১৫টি শতরান রয়েছে তাঁর।

আরও পড়ুন
Advertisement