Travis head

পন্থকে আউট করে কেন বিতর্কিত উল্লাস? নেপথ্য কারণ জানালেন হেড

ভারতের ঋষভ পন্থকে আউট করে এক অদ্ভুত কায়দায় উল্লাস করেছিলেন ট্রেভিস হেড। তা নিয়ে বিতর্ক হয়েছিল। কে ওই ভাবে উল্লাস করেছিলেন তিনি? তার কারণ জানালেন হেড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫
cricket

ঋষভ পন্থকে আউট করে এই কায়দাতেই উল্লাস করেন ট্রেভিস হেড। ছবি: পিটিআই।

ঋষভ পন্থের শট বাউন্ডারির কাছে মিচেল মার্শ তালুবন্দি করার পরেই দেখা যায় ট্রেভিস হেডের উল্লাস। দু’হাতের আঙুলের মুদ্রায় সতীর্থদের বিশেষ ইঙ্গিত করেছিলেন হেড। তাঁর উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়ে ক্রিকেট মহলে শুরু হয় আলোচনা। বিতর্কও দেখা দেয়। সেই উল্লাস নিয়ে মুখ খুলেছেন হেড। কেন ওই রকম ভাবে উল্লাস করেছেন তার কারণ জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

Advertisement

পন্থের উইকেট নেওয়ার পর বাঁ হাতের দুই আঙুল দিয়ে তৈরি বৃত্তের মধ্যে ডান হাতের একটি আঙুল ঢোকানোর মতো ইঙ্গিত করেন হেড। এ ভাবে উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। হেড বলেন, “ওটা হল বরফের মধ্যে আঙুল ঢোকানো। শ্রীলঙ্কাতে ওই ভাবে উল্লাস করা শুরু করেছিলাম। বরফের মধ্যে আঙুল কিছু ক্ষণ ঢুকিয়ে রেখে পরের উইকেট নেওয়ার চেষ্টা করতাম।” মেলবোর্নে যে তিনি বল করবেন তা ভাবতে পারেননি হেড। সেই জন্য কিছুটা অবাকও হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি ভাবতে পারিনি বল করব। ভেবেছিলাম, আবার শ্রীলঙ্কাতেই হাতে বল পাব। কিন্তু অধিনায়ক আমার উপর ভরসা রেখেছে। সেটা কাজে লেগেছে।”

পন্থের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া। সেই পরিকল্পনা সফল হয়েছে। হেড বলেন, ‘‘সাড়ে চার দিন মাঠে ছিলাম। ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারিনি। অন্তত পন্থের উইকেট নেওয়ায় অল্প হলেও তো অবদান রাখতে পারলাম। আসলে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং প্যাট কামিন্স একটা পরিকল্পনা করেছিল পন্থকে নিয়ে। ওদের পরিকল্পনা মতো বল করার চেষ্টা করেছি। ওদের সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা খুশি দেখে আমারও ভাল লেগেছে।’’

হেড নিজে জানানোর আগে বিভিন্ন জন বিভিন্ন অর্থ তৈরি করেন তাঁর উচ্ছ্বাসের ধরন নিয়ে। পিছিয়ে ছিলেন না ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের ধারাভাষ্যকারেরাও। চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য করেছেন জেমস ব্রেশ। তাঁর ব্যাখ্যা, ‘‘২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ বলের মধ্যে হেড ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিল। সেই ম্যাচে বল করার পর ওকে বরফের মধ্যে আঙুল ঢুকিয়ে রাখতে হয়েছিল। অনেকেই হয়তো ভুলে গিয়েছেন বিষয়টা। হেড হয়তো সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বোঝাতে চেয়েছে, ও খারাপ বল করে না।’’ সেই বরফের কথা বললেন হেড নিজেও।

Advertisement
আরও পড়ুন