সংবর্ধনা দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। ছবি: সংগৃহীত।
বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-কে নিয়ে হঠাৎ বিতর্ক। সিএবি কর্তাদের সঙ্গে মঞ্চে দেখা গেল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সেখানে অনুব্রতকে সংবর্ধনাও দেওয়া হয়। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক, শোরগোল। সিএবি-র বক্তব্য, এটি তাদের অনুষ্ঠান নয়। অনুষ্ঠানের আয়োজক বীরভূম জেলা ক্রীড়া সংস্থা।
গত মঙ্গলবার বীরভূমের সিউড়িতে সিএবি-র আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ছিল। সেখানে সংবর্ধিত হন অনুব্রত। সিএবি বা বীরভূম জেলা ক্রীড়া সংস্থার কোনও পদে নেই তিনি। তা সত্ত্বেও কী করে মঞ্চে থাকলেন, সংবর্ধিত হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। সেখানে সিএবি সভাপতি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ছিলেন। বীরভূমের জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও ছিলেন।
সিএবি-র বক্তব্য, এই অনুষ্ঠানের সঙ্গে তারা কোনও ভাবেই জড়িত নয়। এটা বীরভূম জেলা ক্রীড়া সংস্থার বিষয়। স্নেহাশিসের বক্তব্য, “এ বার এই প্রতিযোগিতার আয়োজক ছিল বীরভূম। ফাইনালে আমি, সিএবি-র যুগ্ম সচিব এবং অন্যান্য কর্তা সেখানে ছিলাম। যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটা বীরভূম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের। এর সঙ্গে সিএবি-র জড়িত থাকার কোনও ব্যাপার নেই।”